Powered By Blogger

Wednesday, June 5, 2024

উপলব্ধিঃ অব্যক্ত যন্ত্রণা।

স্বপ্ন মধুর! স্বপ্ন আলোময়! মায়াময়!! রূপময়!!! রসময়!!!! মধুময়!!!!!কিন্তু বাস্তব বড় রুক্ষ্ম, বড় কঠিন, বড় কঠোর, বড় হিংস্র, বড় নিষ্ঠুর, বড় রূঢ়, বড় নির্ম্মম, বড় সাংঘাতিক, বড় তিতো, বড় অন্ধকার, বড় কুরূপ, বড় নীরস, বড় মায়াহীন খড়খড়ে এবড়ো খেবড়ো থ্যাতলা। বাস্তব রেয়াৎ করে না কখনও কোনও অবস্থায়ই স্বপ্নের সঙ্গে। দয়ালের স্বপ্ন দেখা ছাড়া সব স্বপ্নই মিথ্যে। দয়ালকে ছাড়া সব স্বপ্নই ভেঙ্গে চুরমার হ'য়ে যায়। যে জীবনে দয়াল নেই সেই জীবনে স্বপ্ন পূরণ হ'লেও পূর্ণতা নেই, রূপ, রস গন্ধ নেই, নেই আলো, নেই মধুরতা। দিনের শেষে সব পেয়েও কি জানি না পাওয়ার এক অব্যক্ত যন্ত্রণা।  
(লেখা ৫ই জুন, ২০২৩_২৪)

No comments:

Post a Comment