উপলব্ধিঃ দয়ালকে রাখো ধ'রে।
দয়ালকে যে ধ'রে রাখে সে সবসময়ের জন্যে চনমনে থাকে, ফ্রেশ থাকে। না খেয়েও তাজা থাকে, সবুজ থাকে। মুহূর্তের জন্য দুর্বলতাকে প্রশ্রয় দেবে না। ভালো-মন্দ, বর্তমান-ভবিষ্যত, ঠিক-বেঠিক ইত্যাদি সব ছেড়ে দাও। কিচ্ছু ধ'রে রেখো না। মনকে শক্ত ক'রে ক'ষে ধ'রে রাখো, উর্ধগামী ক'রে রাখো। পড়তে দেবে না কিছুতেই। দয়ালের ওপর গভীর বিশ্বাস রাখো, নির্ভর করো আর নাম করো! নাম-নাম-নাম!!!!!!!!! ভালো না লাগলেও করো। মেকানিক্যালি করো। সব আপসে আপ হ'য়ে যাবে। যাবেই যাবে। হবেই হবে। শুধুই চনমনে আর চনমনে!!!!! ঝলমলে আর ঝলমলে!!!!!!! তাই রাখো দয়ালকে রাখো ধ'রে, বাচ্চা হনুমান যেমন রাখে মা হনুমানকে দু'হাতে ঝাপ্টে ধ'রে।( লেখা ৫ই জুন ২০২৩)
No comments:
Post a Comment