Powered By Blogger

Sunday, June 30, 2024

কবিতাঃ দঙ্গলে মঙ্গলে।

সৎ পথে, অস্তিত্ব রক্ষার পথে চললে
যদি মনে হয় তুমি একা হ'য়ে পড়বে
কেউ দেবে না তোমায় সাথ
গ্রহণযোগ্যতা পড়বে মুখ থুবড়ে
তাহ'লে মুখে কিছু ব'লো না, প্রতিবাদ ক'রো না
বরং একা থাকো, থাকো তুমি দূরে নীরবে নিভৃতে
ভয় পেয়ো না মাথায় আছে তোমার পরমপিতার হাত।
বাঁচা বাড়ার পথে চললে যদি মনে করো
তোমায় করবে সবাই ত্যাগ
তাহ'লে তা হাসি মুখে নাও মেনে
ব'লো না কিছু তারে বা তাদেরে
জানবে ঐ ত্যাগ তোমার কাছে হবে আশীর্বাদ
আর দিন শেষে অবশেষে জোট ভাঙ্গা ভয়ংকর
একলা পরিবেশে ক্ষতবিক্ষত শরীরে মনে
ঐ তারাই করবে তোমায় সোহাগ।
বন্ধু! তুমি থেকো না, থেকো না বন্ধু
ঐ বৃত্তি-প্রবৃত্তির রসে টইটম্বুর দঙ্গলে
যেখানে তোমার অস্তিত্ব হয় বিপন্ন!
সরে থাকো দূরে থাকো থাকো অন্তরে বাহিরে
তাদের প্রতি নিয়ে সমবেদনা আর ভালোবাসা
তোমার সাহচর্যে একদিন ফিরবে তারা মঙ্গলে।
তোমার জীবন দেখে তারা বলবে সেদিন
কোথায় গেলে পাবো এমন জীবন খুঁজে?
সেদিন তুমি নিয়ে যাবে তাদের সেই জীবনের পারে
যেখানে তোমার জীবন শঙ্কাহীন, ভয়হীন
নির্মল হাসি আনন্দে আলোময় রসময় মধুময়
পরিবেশে বাঁচে-বাড়ে।
বলবে সেদিন, বন্ধু! জীবন খুঁজে পাবে হেথায়
ভালোবাসাময় দয়াল প্রভুর ঘরে! (লেখা ৩০শে জুন, ২০২১)

No comments:

Post a Comment