Powered By Blogger

Thursday, June 6, 2024

কবিতাঃ এবার ঘুরে দাঁড়া।

সূর্য যেমন আকাশ মাঝে বিরাজ করে
আর কিরণ আসে নেবে
তেমনি ইষ্ট ঘিরে দেবদেবী সব
থাকে কিরণ সাজে সেজে!
জীবন্ত ইষ্ট তোমার সূর্য
আর দেবদেবীরা তাঁর কিরণ,
কিরণ রূপে দেবদেবীরা
ইষ্টের নানা গুণের স্ফুরণ!
সূর্য পূজা বা প্রণাম করো তুমি
কিরণ পূজা করো?
আঁধার যখন আসে নেবে
সূর্যের স্তব করো! কেন?
কিরণ গেল কোথায়!?
সূর্য থেকে কিন্তু কিরণ প্রকাশ
কিরণ থেকে নয়
কিরণ মাঝে সূর্য খোঁজো
খড়ের গাদায় যেমন সুঁই হয়!
সূর্য পূজা করলে তোমায়
তাঁর কিরণ ঘিরে রাখে
সূর্য প্রণাম করলে কিরণ
তোমায় আলিঙ্গন করে।
তেমনি জেনো---
ইষ্ট পূজায় তোমার মাঝে
তাঁর গুণের প্রকাশ হয়
ইষ্টপ্রতিষ্ঠায় দেবদেবীরা
তোমায় ঘিরে রয়।
ইষ্ট তোমার রাম, কৃষ্ণ,
ইষ্ট তোমার বুদ্ধ;
যীশু আর মহম্মদ রূপে
এসেছিলেন করতে ধরা শুদ্ধ!
মহাপ্রভু আর রামকৃষ্ণ
হ'য়ে এসেছিলেন ধরায়
বারেবারে আসেন তিনি
আর ইষ্টের কিরণ ছড়ায়!
ইষ্ট মানে মঙ্গল
আর মঙ্গলের মূর্ত রূপ তিনি
অনুকূল রূপে কলির শেষে
এলেন আবার যিনি।
জীবাত্মার মহাত্মায় উত্তরণ কিন্তু হয়
মহাত্মা কিন্তু স্মরণ রেখো পরমাত্মা নয়।
জীবাত্মা আর মহাত্মা উভয়েরই ঠাই
পরমাত্মার চরণতলে এটা জানা চাই।
জীবাত্মা আর মহাত্মা
তোমাদের উভয়েরই লক্ষ্যঃ
মনে রেখো এই সত্য
পরমপিতার আসন যেন হয় তোমার বক্ষ!
জীবাত্মা হ’য়ে তুমি পরমাত্মা সাজো!
পরমাত্মা ঐ একজন তাঁরে তুমি খোঁজো।
খুঁজতে খুঁজতে একদিন
মহাত্মায় হবে উত্তরণ
পরমাত্মার কিরণ সেথা
হবে বিচ্ছুরণ!
কিরণ ছটায় সেদিন তুমি
দেবতা হ’য়ে উঠবে!
সংসার মাঝে সেদিন জেনো
মানুষ তোমায় পুজবে!
পরমাত্মা ভেবে যদি সেদিন
জীবাত্মা তোমায় পুজে
মরণ পথের পথিক হ’য়ে
ত্রিশংখুকে নেবে খুঁজে।
আর জীবাত্মা হ’য়ে যদি
নিজে পরমাত্মা সাজো
যাও জন্মজন্মান্তর তুমি
নরকপানে ছোটো।
মহাত্মা হ’য়ে লাভটা কি হ’লো
যদি পরমাত্মাকেই না চেনো আর না জানো?
আর জেনেও যদি তাঁরে না মানো
অহং বোধের প্রাবল্যে জেনো
নিজের বুকে নিজেই আঘাত তুমি হানো।
পরমাত্মা যখন আসেন নেবে
পুরুষোত্তম রূপে পঞ্চভুতের মাঝে
কুলের মালিক পুরুষোত্তমকে দেখে
বংশগুরু মুখ লুকায় লাজে।
শিষ্যগণে ডেকে বলেন তিনি
এসো ঐ যে দেখো তিনিই আসল কুলগুরু
সবাই মিলে চলো মোরা জীবন করি শুরু।
তাঁর চলন পূজায় চলে মোরা
জীবাত্মা থেকে মহাত্মা হ’য়ে
হবো ঐ পরমাত্মায় বিলীন
তাঁর চলন সাজে সেজে মোরা
হবো ছোটো বড় সবাই জাতে কুলীন।
জীবন খুঁজে যদি চাও পেতে ভাই
তোমার জীবন মাঝে
বরন ক’রে নাও তাঁরে আজ
ইষ্ট রুপে দেখো যেথায় সুর্য বিরাজে!
কিরণ তাঁর পড়বে ছড়িয়ে তোমার জীবন জুড়ে
কোটি দেবতার রঙে রাঙাবে জীবন
জীবন দাঁড়াবে ঘুরে।
আর্য্য কৃষ্টি তাঁর কৃষ্টি, তাঁর জীবন ধারা
সেই ধারাতে স্নান ক’রে তুই
এবার ঘুরে দাঁড়া!
(লেখা ৭ই জুন, ২০১৮)

No comments:

Post a Comment