সৎ-এর সঙ্গ পেয়েও যে নিজেকে
পরিবর্তন করতে পারে না সৎ-এর পথে
তার চেয়ে দুর্ভাগা আর কেউ নয়!
সৎসঙ্গে আছি অসৎ-এর হাত ধ'রে
নিজেও মরে পরিবার-পরিজন সহঅন্যকেও মারে!
সৎসঙ্গ ঠাকুরবাড়ি সম্পর্কে স্ট্রং সেন্টিমেন্ট না থাকলে
গুরুভাইদের ঠাকুরবাড়ি না আসায় ভালো!
ঠাকুর যা ভালোবাসেন না তা করি
আর
যা ভালোবাসেন তা করি না
অথচ আমি তাঁর ফলোয়ার!
শারীরিক, মানসিক সদাচারের লেশমাত্র নেই জীবনে
আর আত্মিক সদাচার তো দূরের কথা;
অথচ আমি সৎসঙ্গী!
ভন্ডামির চরম নিদর্শন:
ঠাকুরের কথা বলি কিন্তু তা বিন্দুমাত্র মেনে চলি না, চলার চেষ্টাও করি না, ইচ্ছেও নেই, অথচ আমি সৎসঙ্গ
ভন্ডামির চরম নিদর্শন:
ভুল করি, ভুল বলি, ভুল হয় প্রতিমুহূর্তে!শিক্ষা লাভ করি না, চেষ্টাও করি না, ইচ্ছেও নেই অথচ সৎসঙ্গী।
ঠাকুরের কথা যদি বলি এসো একটু হ'লেও কথাগুলি মানি
আর যদি একটুও না মানি এসো চুপ ক'রে থাকি!
প্রকৃত সৎসঙ্গী চিনে নিন:
ঠাকুর আদর্শ আর ঠাকুরবাড়ির প্রতি গালাগালি, কুৎসা, নিন্দা, সমালোচনা, অপমান, অশ্রদ্ধা ভক্তের অলংকার!ঠাকুরের পরম ভক্ত এযুগের হনুমান শ্রীশ্রীবড়দা ও তাঁর পরিবারের প্রতি তীব্র ঘৃণা, কটূক্তি ও সমালোচনাকারীর জিভ পাপে ভারী,
তারা নরাধম।
( লেখা ২৯শে সেপ্টেম্বর'২০১৯)
No comments:
Post a Comment