Powered By Blogger

Sunday, September 21, 2025

বিচিত্রাঃ ১৮১

অবাক পশ্চিমবঙ্গ! অবাক করলে তুমি!! 
দিন দিন অচেনা হ’য়ে যাচ্ছে আমার মাতৃভুমি!!

আজ (২১.০৯/২৫) রবিবার ভোরবেলা মাইকে মহালয়ার প্রচার নিয়ে একটা প্রতিবাদের ভিডিও দেখলাম ফেসবুকে। দেখলাম প্রতিবাদী একজন অবাঙালি মহিলা আর তিনি এর জন্যে পুলিশকে ডেকে এনেছেন। এই নিয়ে প্রবল বাদবিতন্ডা শুরু হয়েছে দু’পক্ষের মধ্যে।
 
মহালয়ার কনসেপ্ট আমরা বাঙালিরা তুলে ধরতে ব্যর্থ হয়েছি। বহুবছর আগে আমার যৌবনে আজ থেকে ৫০ বছর আগে একজন স্কুলের মাস্টারমশাই একটা আর্টিকেলে মহালয়ায় বিরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শ্লোক পাঠকে আসুরিক হিক্কার ব'লে উল্লেখ করেছিলেন। তার প্রতিবাদ ক'রে সেই আর্টিকেল না ছাপানোর জন্য তিনি আমার প্রতি মনক্ষুন্ন হন। তাই আমাদের ভেবে দেখতে হবে কেন এমনটা হ'লো। 
( লেখা ২১শে সেপ্টেম্বর'২০২১)

এখন বুঝতে পারি ৮০০কোটি মানুষের পৃথিবীতে প্রতিমুহূর্তে কেন ঠাকুর 'মানুষ' 'মানুষ' ক'রে কেঁদেছিলেন! বুঝতে পারি "আমায় মানুষ ভিক্ষা দাও' আমায় মানুষ ভিক্ষা দাও" ব'লে কেন চোখের জলে বুক ভাসিয়ে ছিলেন!!
( লেখা ২২শে সেপ্টেম্বর'২০২১)



No comments:

Post a Comment