Powered By Blogger

Monday, September 1, 2025

বিচিত্রা ১৭৮

তিনি আছেন আর আপনি আছেন
ব্যস আর কি চাই?
সবসময় বিন্দাস থাকুন।
ফুর্তিতে থাকুন। আনন্দে থাকুন।

আপনি ঠাকুর ধরেছেন মানে
আপনার একজন আছে যাকে
আপনার মনের সব কথা বলতে পারবেন,
তাঁর সঙ্গে কথা বলুন।

আপনার বিপদের দিনে, সমস্যার দিনে
কেউ নেই মানে আপনি কোনোদিন
কারও জন্য ছিলেন না। ঠিক আছে।
কিন্তু ঠাকুর আছে আপনার, ভয় কি?
আপনি ঠাকুরকে গ্রহণ করেছেন জীবনে,
তারপর তাঁকে ছেড়ে দিয়েছেন,
তাঁর জন্য কিছু করেননি, করেননা।
কিন্তু ঠাকুর আপনাকে ছাড়েননি।
( লেখা ১লা সেপ্টেম্বর' ২০২৪)


































No comments:

Post a Comment