Powered By Blogger

Friday, September 19, 2025

উপলব্ধিঃ শ্রীশ্রীঠাকুরের দর্শন প্রচার ও আমরা।

শ্রীশ্রীঠাকুরের দর্শন, জীবনবাদ (Philosophy, Lifeism ) প্রচারে আমাদের সৎসঙ্গীদের সতর্ক থাকা উচিৎ। অবশ্যই আমার কিছু আসে যায় যদি আমি শ্রীশ্রীঠাকুরের প্রচারক হ'ই। প্রচারক সবাই হয় না। হ'তে পারে না। কারণ সমস্যা সমাধানের পথ খুঁজতে গিয়ে যদি আরো বেশী সমস্যার জন্ম হয় তাহ'লে তার প্রচারকের দায়িত্ব না নেওয়াই ভালো। শ্রীশ্রীঠাকুরের জীবিত থাকা অবস্থা থেকে তাঁর চলার পথে, তাঁর মিশন প্রতিষ্ঠার কাজে সবচেয়ে বড় কঠিন প্রতিবন্ধক হয়েছে তাঁর তথাকথিত সব বড় বড় ভক্তেরাই। তাই, তাঁর প্রচার কাজ সবার জন্য নয়, বিশেষ ক'রে বিবাহ বিজ্ঞান সম্পর্কিত কঠিন, জটিল বিষয়ে। কারণ এর মধ্যে বিজ্ঞানের সব দিক নিহিত আছে। এর জন্যে এই বিষয়ে নিখুঁত সঠিক প্রচারের জন্য গবেষণালব্ধ গবেষকের প্রয়োজন। নতুবা শিব গড়তে বাঁদর জন্মাবে। শ্রীশ্রীঠাকুর তা' চাননি। 
( লেখা ২০শে সেপ্টেম্বর''২০২৪)




No comments:

Post a Comment