Powered By Blogger

Monday, September 22, 2025

প্রশ্নঃ উত্তর বা সমাধান কোথায়?

"বাঙালির শত্রুরা কি জাতি দাঙ্গা শুরু করতে চাইছে?"

এই শ্লোগানে বাংলা আজ উত্তাল। বাঙালি অবাঙালি বিরোধ দানা বাঁধছে। অখন্ড ভারতের মহান দর্শন 'বসুদৈব কুটুম্বকম' ও নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান" আজ খন্ড খন্ড করার চেষ্টা হচ্ছে। বাঙ্গালীর বিরুদ্ধে অবাঙ্গালী আর অবাঙ্গালীর বিরুদ্ধে বাঙালী বা এক সম্প্রদায়ের লোক আর এক সম্প্রদায়ের ওপর অন্যায় অত্যাচার করে তখন আপনাকে আমাকে ব্যক্তিগত ভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কেন? বাঙালী হ'ক, অবাঙালী হ'ক, হিন্দু হ'ক, মুসলমান বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের হ'ক রাস্তাঘাটে মানুষের বেঁচে থাকা ও বেড়ে ওঠা, সুখ শান্তি, স্বস্তি স্বাচ্ছন্দ্য নষ্ট করে যারা তাদের শায়েস্তা করার ডিউটি কাদের? এটা কাদের কাজ? সরকার কি করছে? সরকার কি শুধু বাঙালি বা অবাঙ্গালী, হিন্দু, মুসলমান বা কোনও বিশেষ সম্প্রদায়ের!?? সরকার কি শুধু হিন্দু, মুসলমান বা খ্রীষ্টান ইত্যাদি অন্যান্য যে কোনও এক ধর্ম সম্প্রদায়ের? মানুষের না!? এর উত্তর কি ? সমাধানই বা কি বা কোথায়!?
( লেখা ২রা সেপ্টেম্বর' ২০২৫)


No comments:

Post a Comment