Powered By Blogger

Sunday, September 28, 2025

উপলব্ধিঃ মার্কন সফরে প্রধানমন্ত্রী মোদিজি।

মার্কিন সফরে ভারতকে তুলে ধরতে মোদি নিজেই একমাত্র বক্তা হতে চেয়েছিলেন৷ তাই অরুণ জেটলি, নীতিন গড়করি-সহ মন্ত্রিসভার সাত নেতাকে আমেরিকা যেতে বাধা দেন৷ প্রধানমন্ত্রী চাননি তাঁর সঙ্গে মার্কিন সফরে গিয়ে অন্য কেউ ভারতের নীতি নিয়ে মুখ খুলুক৷ এমনই দাবি করেছেন আমেরিকায় মোদির বিভিন্ন্ অনুষ্ঠানের উদ্যোক্তারা৷

যদি এই খবরের কোনও সত্যতা থাকে তাহ'লে বলতেই হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত একেবারেই সঠিক ও যথার্থ। কথায় আছে, 'অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট'। হতে পারে সবাই সন্ন্যাসী কিন্তু কেউ কেউ সন্ন্যাসী নয় কারন সম্যকভাবে ন্যস্ত থাকার নাম সন্ন্যাস আর যিনি নির্দিষ্ট লক্ষ্যে অর্জুনের মাছের চোখের মত সম্যকভাবে ন্যস্ত থাকেন ও থেকে লক্ষ্য পূরণ করেন তিনিই সন্ন্যাসী। বিদেশে ভারতকে কীভাবে তুলে ধরা হবে সে ব্যাপারে সবাই যদি এক সুরে বাঁধা না থাকে তাহ'লে অঙ্কুরেই বিরাট সম্ভাবনার বীজ নষ্ট হ'তে বাধ্য। আর দেশের মুখ সবাই হয় না, এটা নিয়ে বিতর্কের চেষ্টা মানে ছিদ্রান্বেষির আগমন। আর সবার vision অর্থাৎ দর্শনশক্তি একই label-এর নয়। Faculty of seeing অথবা The power of looking ahead কিম্বা Insight সবার যদি এক হ'ত তাহ'লে ডাল আর চাল-এর আলাদা আলাদা বৈশিষ্ট্য হ'ত না, খিচুড়ি হ'য়ে যেত। এটা না বোঝার মত এমন কিছু কঠিন ব্যাপার নয়। আর সংহতিতে ভাঙ্গন ধরাবার কাজ ছেদকের!!!!!!!!!!

এ প্রসঙ্গে শুধু একটাই কথা স্মরণ করা যেতে পারে "হিংসুক জ্বলে পুড়ে মরুক তার হিংসার আগুনে, তুমি ভাই কাজ করে যাও আপন মনে"।
( লেখা ২৯শে সেপ্টেম্বর'২০১৪)

No comments:

Post a Comment