Powered By Blogger

Tuesday, September 2, 2025

প্রবন্ধঃ বাঁচা-বাড়াকে মূলধন ক'রে ধর্মান্তর পাপ।

একটা ভিডিও দেখছিলাম। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে ত্রাণসামগ্রী নিয়ে মানুষ। যিনি বা যাঁরা ত্রাণ সামগ্রী বিলি করছেন তাঁরা মুসলমান আর যারা ত্রাণ সামগ্রী গ্রহণ করছেন তাঁরা হিন্দু। এই ত্রাণ গ্রহণের সময় দেখা গেল মুসলমান সমাজসেবীরা হিন্দু অসহায় বিপদ্গ্রস্থ মানুষদের ত্রাণ সামগ্রী হাতে তুলে দেওয়ার আগে নারীপুরুষ, শিশু, যুবকযুবতী, বৃদ্ধবৃদ্ধা সবার শরীরের হাতে, গলায়, কোমরে বাধা দড়ি, তাবিজ, মাদুলি খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বিপদ্গ্রস্থ অসহায় মানুষ নির্বিরোধভাবে সেটা মেনে নিয়ে ত্রাণ সামগ্রী হাতে তুলে নিচ্ছে।

এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদের মুখে দু'মুঠো অন্ন তুলে দেওয়া, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের পুনর্বাসনের মাধ্যমে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যথাসাধ্য দ্রুত চেষ্টা করা মানবতার পরিচয়, মনুষ্যত্বের প্রমাণ। বিপদ্গ্রস্থ মানুষের তখন কোনও ধর্ম থাকে না, তখন তাদের একটাই ধর্ম বাঁচার অবলম্বনকে আঁকড়ে ধরা। এই কঠিন দুঃসময়ে যারা বিপদ্গ্রস্থদের সাহায্যের জন্য এগিয়ে আসে তাদেরও একটাই ধর্ম মানুষের বাঁচাকে ও বেড়ে ওঠাকে ধ'রে রাখা। বাঁচা ও বাড়াকে যা যা ধ'রে রাখে সেই ধ'রে রাখার অবলম্বনকে বিপদ্গ্রস্থদের কাছে পৌঁছে দেওয়ার, হাতে তুলে দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়াকে ক্রমাগত সচল রাখার ও ক্রমবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মযজ্ঞ তাকে ধ'রে রাখাকে আমরা মানব ধর্ম বলি।

যাই হ'ক, বাংলাদেশের এই বিপদের দিনে যারা বিপদগ্রস্থদের জন্যে ত্রাণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ধর্মমতের মানুষ সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ধর্মমতের মানুষের জন্য তার জন্য আমি ব্যক্তিগতভাবে বিপদগ্রস্ত মানুষ ও তাদের পাশে দাঁড়ানো সমস্ত মানুষের জন্য পরমপিতা দয়ালের কাছে মঙ্গল প্রার্থনা করি, প্রার্থনা করি, হে দয়াল, হে পরমপিতা তুমি তাদের সকলকে তোমার অজচ্ছল দয়ায় সিক্ত ক'রে তোলো।

কিন্তু সেই বিপদের দিনে মানুষের বাঁচা-বাড়াকে মূলধন ক'রে ধর্মান্তর করার মানসিকতা পাপ, মহাপাপ।
( লেখা ৩রা সেপ্টেম্বর'২৪)

No comments:

Post a Comment