হয় শয়তানের নতুবা ভগবানের,
যে কোনও একজনের হাত ধরে
চলতে হবে পিছু পিছু।
মাঝামাঝি নেই কিছু।
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আয়ু।
শয়তানের দয়া বাঁধভাঙা,
অকুল দরিয়ায় ভেসে যাওয়া।
ভগবানের দয়া স্থির শান্ত জলে
পাড় ছুঁয়ে যাওয়া।
যদি পুরো আয়ু ভোগ করতে চাও
কিংবা এক্সটেনশান চাও তাহ'লে
চারপাশের শব্দদূষণ থেকে নিজেকে বাঁচাও।
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আয়ু।
যদি সুস্থ ও আয়ু পর্যন্ত থাকতে চাও
তবে ঘরে বাইরে নেগেটিভ হাওয়া এড়িয়ে চলো
আর নামের খোলসে ঢুকে যাও।
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আয়ু।
এসো তাড়াতাড়ি নিজেকে পাল্টাই,
ভবিষ্যৎ ভয়ংকর আগুন সময়ের হাত থেকে
নিজের শিশু সন্তানকে বাঁচাই।
( লেখা ২৪শে সেপ্টেম্বর'২০২৪ )
No comments:
Post a Comment