Powered By Blogger

Monday, February 10, 2025

উপলব্ধিঃ সৎসঙ্গ বিরোধীদের প্রতি,

ধর্মের খেমটার তলায় ল্যান্টা নাচ দেখা অভ্যস্ত লোকেদের নটরাজের তান্ডব নৃত্য ভালো লাগবে না। কার্বাইড পাকা আম খেয়ে খেয়ে পচা মুখে কি আর গাছপাকা আমের স্বাদ ভালো লাগে? লাগে না। কি আর করা যাবে? এ আমাদের দুর্ভাগ্য যে, এমন একটা নটরাজের নৃত্য ও গাছপাকা আম আমাদের পচা চোখে ও মুখে এসে পড়লো। আসুন, ওয়াক থু ক'রে ফেলে দিয়ে বদ্ধ পচা খাল দিয়ে ব'য়ে যাওয়া মদের ফ্যাক্টরির বর্জ্য মিশ্রিত গঙ্গার জল দিয়ে চোখ ধুয়ে নিই ও মুখটা কুল্কুচি ক'রে নিয়ে আকাশে বাতাসে নাগিনীদের ফেলা বিষাক্ত বাতাসে নিশ্বাস নিয়ে বাঁচি ও পরিবারের সবাইকে বাঁচায়।



No comments:

Post a Comment