Powered By Blogger

Wednesday, February 12, 2025

বিচিত্রা ৯৬

কাউকে ভালোবাসি কিনা জানি না 
তবে তোমায় আমি খুব ভালোবাসি!
আমার জীবনের চেয়েও বেশী 
অনেক বেশী ভালোবাসি!!
কে তুমি!?


মানুষ জটিল বোঝার উপায় কি?
মনের মাঝে বারেবারে এই প্রশ্ন দেয় উঁকি!
কথায়-বার্তায়, গল্প-উপন্যাসে-কবিতায়,
ছবিতে-সিনেমায় সহজ কথার জটিল উপস্থিতি!
( ১২ই ফেব্রুয়ারী'২০১৯)

এসো ভাই!
সূর্য পশ্চিমে হেলছে নিজেকে পাল্টাই! 
নিয়তি তোমায় আমায় নিয়ে খেলছে; 
নিয়তিকে তার পানে টেনে নিয়ে যেতে 
তোমায় দিও না তাই!!

বন্ধু!
মনকে দিও না প্রশ্রয় 
তোমাকে নিয়ে ছিনিমিনি খেলার! 
বিবেকের ধরো হাত ফিরে চলো নিজ নিকেতন 
সময় নেই হেলাফেলার!!
(১২ই ফেব্রুয়ারী'২০২০)




































































No comments:

Post a Comment