ভুলে যাচ্ছি সব খালি!
ভুল হ'য়ে যাক সব,
যাক সব মন ভুলি;
তোমার দয়া চাইগো প্রভু
শুধু তোমায় যেন না ভুলি!!
শুধু তোমায় যেন না ভুলি!!
আসুক মহাপ্রলয়,
ধ্বংস হ'ক ঈশ্বর আর ধর্মের নামে যত কপটতার আলয়;
চূর্ণ হ'ক বেইমানের বেইমানী,
হ'ক অকৃতজ্ঞতার ক্ষয়।
চূর্ণ হ'ক বেইমানের বেইমানী,
হ'ক অকৃতজ্ঞতার ক্ষয়।
নেবে আসুক ঘোর আঁধার,
প্রবল বিক্রমে আছড়ে পড়ুক পবন;আর একবার ছাকনিতে ছেঁকে নাও
প্রভু তোমার ভবন।
আসছে একটা নতুন যুগ, নতুন সময়!
মহাপ্রলয়ে ভেসে যাবে সব,
হবে সমূহ ক্ষতি, হবে মহাক্ষয়!!
আস্তিক পাবে না ছাড়,
নাস্তিকের নেই ভয়!!!আস্তিক নিজেকে প্রশ্ন করুক
সে আস্তিক কিনা, জয়ন্ত।
নাস্তিকের ভয় কিসের?
নাস্তিক জানে সে নাস্তিক
আর, আবেগপ্রবণ ভীষণ মিষ্টি!!
আর, ঈশ্বর জানে,
ঈশ্বরের সঙ্গে বেইমানী
করেছে কে বা কারা।
বন্ধু জয়ন্ত, হ'য়ো না দিকভ্রান্ত।
(লেখা ১৩ই ফেব্রুয়ারী' ২০১৮)
মানুষ সরল বোঝার উপায় কি?
সোজা কথা সোজা ভাবে বলেআর, আবেগপ্রবণ ভীষণ মিষ্টি!!
ভালোবাসলেই তাকে কাছে পেতে হবে,
ভালোবাসা হতে হবে শরীরী!?
এমন ভালোবাসায় নেই ভালো বাসা, নেই অপেক্ষায় কোনও শবরী!
আমি রই পথ চেয়ে তোমারি!!
আমি রই পথ চেয়ে তোমারি!!
( লেখা ১৩ই ফেব্রুয়ারী' ২০১৯)
বন্ধু! ক'রো না দুঃখ! ক'রো না মনস্তাপ!
দয়ালের কাজ এসো করি মিলেমিশে
দিন যায়, যায় কেটে রাত
জীবন যাবে ফুরিয়ে নিমেষে
এসো ধরো, রাখো হাতে
বন্ধু! সূর্য ডুবলেই দিন শেষ!
নেবে আসে রাত!
তাই শৈশব থেকে বার্ধক্যের শেষ দিন পর্যন্ত
থাকো দয়ালের সাথ!
( লেখা ১৩ই ফেব্রুয়ারী' ২০২০)
No comments:
Post a Comment