Powered By Blogger

Monday, February 10, 2025

বিচিত্রা ৯৪

সুরার গ্লাসে তুলছো সুর
চুমুকে চুমুকে রাতদুপুর
কবিতার বুকে আনতে প্রাণ!
কলমের ডগায় বিপ্লবী গান
অকারণ বাঁধছ ছুঁড়ে শব্দবাণ;
নারীর গাঁয়ে টানছো ছড়া,
তুলছো খালি কামুক তান।

পরাণ আমার যায় হারিয়ে
তোমার হিয়ার মাঝে,
সেথায় বাঁধবো আমি ঘর
গাইবো চলন পূজার গান 
তোমার চলন সাজে সেজে।
এই দিও আমায় বর।
( লেখা ১২ই ফেব্রুয়ারূ' ২০১৮)

এক তো বাঁশের ওপর বাঁশ
পাশে আবার কঞ্চি দড়!
তারপর মাথার ওপর ছোটো পা রেখে 
দাঁড়িয়ে বলে দ্যাখ আমি তোর চেয়ে বড়!!

জনগণ কি চায়? জনগণ চায় সুড়সুড়ি!?
জনগণকে যে বা যে দল যত সুড়সুড়ি দিতে পারবে 
সে বা সেই দল ক্ষমতায় আসীন হবেই হবে!

সমস্যার গভীরে যেও না ভাই,
গভীরে গিয়ে কাজ নাই, লাভও নাই!
ধরো তক্তা মারো পেরেক আর 
কেবল সুড়সুড়ি আর সুড়সুড়ি 
জনগণে দিয়ে যাও ভাই!

নেতা যা চায় তাই-ই হয়!
যে নেতার ঘুমপাড়ানি গান আর 
শরীর ঝাঁখুনি যত মধুর ও মসৃণ 
জনগণ তাতেই মজায়!!

দেশ জুড়ে বইছে তীব্র বেগে নতুন ভাইরাস! 
ইন্টেলেকচুয়াল ভাইরাস!!
ভাইরাস ইনফেকশনে আক্রান্ত 
আমজনতার মস্তিষ্ক!!!
( লেকা ১১ই ফেব্রুয়ারী ২০২০)




















 

No comments:

Post a Comment