Powered By Blogger

Wednesday, February 5, 2025

প্রবন্ধঃ আলোচনার টেবিল ( ১ ) বিষয়ঃ লোক সমাগম

জন্ম মহোৎসবে লক্ষ লক্ষ লোক সমাগম।

বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে 'সৎসঙ্গ'-এর প্রাণপুরুষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসবে লক্ষ লক্ষ লোক সমাগম নিয়ে নানা মন্তব্য ক'রে চলেছেন। কেউ কেউ সরাসরি কটু আক্রমণ করছেন, আবার ধর্ম ও ঈশ্বর বিরোধী মতবাদে বিশ্বাসী কেউ কেউ বা ঘুরিয়ে সৎসঙ্গের ব্যাপ্তির বিরুদ্ধে তাদের মতবাদকে প্রতিষ্ঠা করতে কঠোর অবস্থান নিচ্ছেন গানে, কবিতায়, বক্তৃতায়। আবার সবচেয়ে আশ্চর্যের বিষয় ধর্মের পতাকার তলায় অবস্থানকারী কোনও কোনও ব্যক্তি এমনকি সনাতন ধর্মের স্বঘোষিত প্রবক্তারা বাচ্চা থেকে বুড়ো সবাই সৎসঙ্গ ও শ্রীশ্রীঠাকুর সম্পর্কে এবং শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসবে, ধর্মানুষ্ঠানে লক্ষ লক্ষ লোকের স্বতঃস্ফূর্ত সমাগমে গাত্রদাহ প্রকট ক'রে মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন, কখনো কখনো বা কেউ কেউ সৎসঙ্গী সেজে। এদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন আকারে আমার বক্তব্য আমি তুলে ধরলাম। বক্তব্য পড়লেই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই পাঠক বুঝতে পারবে সৎসঙ্গ- এর প্রাণপুরুষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে এদের মনোভাব কি, এরা কি বলছে।
১) এরা কি সৎসঙ্গী?
২) এরা কি ক'রে জানলো কানে কি মন্ত্র নিচ্ছে?
৩) রাধাস্বামী অর্থ কি?
৪) হরি অর্থ কি?
৫) হরিকে তাড়িয়ে দিচ্ছে, কৃষ্ণকে মানে না মানে কি?
৬) লোক সমাগম এরা কি আটকাতে পারবে?
৭) লোক সমাগম ক'রে কি লাভ সেটা কি কোনও নেগেটিভ মানসিকতার লোক বুঝতে পাররে?
৮) লোক সমাগমে কি এদের গাত্রদাহ হচ্ছে?
৯) লোক সমাগমে এদের কি আপত্তি আছে?

১০) এই সমাগম কি স্বতস্বেচ্ছ সমাগম নাকি বলপ্রয়োগে সমাগম?

১১) ভারতবর্ষকে অবতার বা ভগবান বানানোর ফ্যাক্টরিতে পরিণত করার হাত থেকে কি করলে রক্ষা করা যাবে ইনারা বলতে পারেন?

১২) কোনও এক মহাপুরুষ তাঁর মতবাদের তীব্র প্রচার আন্দোলনের মাধ্যমে গোটা পৃথিবী থেকে ভগবান উচ্ছেদে নেমেছিলেন, সফল হ'য়েছিলেন? ভারতেও কোনও কোনও রাজ্যে তাঁর মতবাদের প্রভাব পড়েছিল তার রেজাল্ট কি? কেন হয়নি? কোথাও ত্রুটি আছে কি? কেন ধর্মের বিষ বাষ্প থেকে অসহায় ধর্ম ও ঈশ্বর বিশ্বাসী মানুষকে বাঁচাতে পারেনি? ধর্ম ও ঈশ্বরের মোহজাল থেকে কেন মানুষকে বের ক'রে আনা যাচ্ছে না? এর জন্য কে বা কারা বা কি দায়ী? কি করলে এর থেকে মুক্তির পথ পাওয়া যাবে তার দিশা দেখাতে পারবে কি এই মতবাদ বা মতবাদের আন্দোলনের উত্তরসূরিরা?

১৩) ভারতকে ভগবান বানানোর ফ্যাক্টরি থেকে বাঁচাতে দেশীয় মশলায় তৈরী কোনও মতবাদের সৃষ্টি হয়েছে কি ভারতে? আছে কি কোনও মতবাদের স্রষ্টা ভারতে যিনি তাঁর মতবাদ, জীবন দর্শন দিয়ে নানা ভাষা, নানামত, নানা পরিধানে আশ্রিত সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই ভগবান বানানোর ভয়ংকর ফ্যাক্টরির হাত থেকে বাঁচাতে পথ দেখাবে ও পরিচালনা করবে?

১৪) নকল ভগবানকে নিয়ে নাচানাচির ফলে লোকসানের হাত থেকে সমস্ত সম্প্রদায়ের কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বাচ্চা থেকে প্রৌঢ় ও বৃদ্ধ-বৃদ্ধাদের বাঁচাতে ও লাভের পথ দেখাতে এবং এই সর্বনাশা নকল ভগবানের হাত থেকে রক্ষা করতে কোনও উদ্যোগ নেবেন কি তারা? নাকি ফেসবুকে লিখেই গায়ের ঝাল মেটাবেন? নকল ভগবান আর আসল ভগবান কে ঠিক ক'রে দেবে? 'ঠগ বাঁচতে গা উজাড়' প্রবাদ তো সত্য হ'য়ে যাবে নাকি?

১৫) হরিনামের ব্যবসা তো চলে আসছে হাজার হাজার বছর ধ'রে তা' কেউ পেরেছে নাকি এই ব্যবসা বন্ধ করতে? মানুষের ভালো করার নামে তথাকথিত ধর্ম ও ঈশ্বর বিরোধী বুদ্ধিজীবী সম্প্রদায়, রাজশক্তি কি পেরেছে এই ব্যবসা বন্ধ করতে বা উচ্ছেদ করতে? কেন পারেনি? কেন পারছে না? কোথায় ত্রুটি? কেন বুদ্ধিজীবীদের কথা গ্রাহ্য করছে না মানুষ? কেন তাঁদের কথা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতন, বা উলুবনে মুক্তো ছড়ানো বা অরণ্যে রোদন প্রবাদের জ্বলন্ত উদাহরণ হ'য়ে দাঁড়াচ্ছে? এই হরিনামের ব্যবসা বন্ধ করার কি উদ্যোগ নিয়েছেন বিরোধীরা? নাকি এরকম মাঝে মাঝে যেখানে সেখানে আলটপকা বিরুদ্ধ মন্তব্য ক'রে তথাকথিত বিপ্লবের দায় সেরেছেন?

১৬) আসল ভগবানের সন্ধান দেবেন কি সৎসঙ্গ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বিরোধীরা যার জন্য আমরা সবাই দল-মত-সম্প্রদায় নির্বিশেষে মিলেমিশে লাভের নাচানাচি করবো?

যাই হ'ক, নকল ভগবানের নাচানাচি ও হরিনামের ব্যবসা বন্ধ করার, সম্প্রদায় নির্বিশেষে বৈশিষ্ঠানুযায়ী প্রতিটি মানুষের বাঁচার, মানুষের বেড়ে ওঠার সঠিক ও নিখুঁত পথ ও তুক ধর্ম ও ঈশ্বর বিরোধী মতবাদেরা এবং সৎসঙ্গ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বিরোধী ধর্ম-ঈশ্বর-বিজ্ঞান-রাজনীতি ইত্যাদি সমস্ত প্ল্যাটফর্মের কট্টর সমালোচকরা জানতে পারলেই আমাদের সৎসঙ্গীদের জানাবেন আমরা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি সৎসঙ্গীরা আপনাদের পাশে থাকবো। বিশ্বজুড়ে আছে কোন মতবাদ? আছেন কোনও মহাপুরুষ? তর্ক, গালাগালি, ঝগড়া, বিবাদ, সমালোচনা, নিন্দা, কুৎসা, অপমান, অশ্রদ্ধা, কটুক্তি নয়, আসুন যুক্তি-বিজ্ঞানের ওপর দাঁড়িয়ে আলোচনার টেবিলে বসুন, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন, জীবনবাদ, অস্তিত্ববাদকে খন্ডন করুন আর পাশাপাশি আপনাদের 'মতবাদ ও মতবাদের স্রষ্টাকে তুলে ধরুন।

উত্তরের অপেক্ষায় রইলাম। 
(লেখা ৬ই ফেব্রুয়ারী'২০২৪)

No comments:

Post a Comment