Powered By Blogger

Wednesday, February 12, 2025

বিচিত্রা ৯৫

চির উপেক্ষিত তোমার চলনবলন 
ক্ষম তুমি আমারে, হে 'দানিয়া'।
শেষ সময়ে হ’ই যেন আরোহী 
তোমারি রথেতে চড়িয়া।

জড়ায়ে জড়ায়ে মন যাতনারে 
পারি না ফিরিতে আর প্রহরে প্রহরে
তোমারি করিয়া তুলিবো আমারে 
তব চলনের মালা জড়ায়ে।

যদি এই পথ বন্ধু,
অবশেষে করলেই অনুসরণ,
তবে বৃথা কেন
অপমান অপবাদ দিলে অনুক্ষণ!?


ভালো পথ, ভালো কথা লাগে 
প্রথমে কুপথ আর কুকথা।
অযথা দিয়ে গালাগালি 
ফিরে আসো সেই পথে ফিরে, 
গাধা যেমন খায় জল 
অবশেষে ঘোলা করে।

বিভেদ সৃষ্টি ক'রে দিয়ে বন্ধু, 
করছো গুরুর কাজ, তুলছো জয়ধ্বনি!
গুরু কিন্তু তোর নয়রে বেকুব, 
নয়রে গাধা, মণি!!

কেন্দ্রের পিছনে লাগিয়ে ফেউ করছো ঘেউ ঘেউ!
আচার্যদেব শ্রীশ্রীদাদা বলেছেন কিন্তু,
শেষের সেদিন ভয়ঙ্কর;
মনে রেখো, থাকবে না পাশে কেউ!!

পিছন থেকে উসকে দিয়ে বন্ধু, 
নিজেকে বলছো মিঃ ক্লিন, 
ভাব দেখাচ্ছো উদাসীন! 
ভাবছো সাথী তোমার হবে দিশেহারা, 
হবে ক্ষীণ প্রতিদিন!?

দন্ধ করে মন্দ লোকে
ধান্ধা করার তরে!
ধান্ধা শেষে বান্দা আমার
অন্ধ হ'য়ে মরে!! 
বান্দার ধান্ধা থাক জিন্দা!!
( ১২ই ফেব্রুয়ারী'২০১৮)

আমি ভালো নেই! কেন ভালো নেই!?
আমার দোষে নেই?
নাকি অন্যের দোষে!?
গোলকধাঁধায় ঘুরে মরি 
হারিয়ে জীবনের খেই!

আমি ভালো থাকি আর না থাকি 
তুমি, তোমরা সবাই ভালো থেকো।
একটাই অনুরোধ, ভালো থেকো আর 
সবাইকে ভালো রেখো।
তুমিও থাকবে ভালো, দেখো!

তোমার যে করেছে ক্ষতি 
তুমি তার ক্ষতি চেও না।
ঈশ্বর সব দেখছেন, ধৈর্য ধরো, 
বিচার তুমি করতে যেও না।
তিনি আছেন একথা ভুলে যেও না।
( ১২ই ফেব্রুয়ারী'২০১৯)


























































































No comments:

Post a Comment