Powered By Blogger

Thursday, February 13, 2025

বিচিত্রা ৯৮

বড়লোক চিরকাল যেমন বড়লোক, 
তেমনি গরীব চিরকাল গরীব! 
ঠিক তেমনি তরুণ প্রজন্ম 
চিরকাল আন্দোলনজীবীর দাবার বোড়ে, 
আর, নেতা চিরকাল রাজনেতা
তরুণ প্রজন্মের কোলে চড়ে!!

রাজনীতির ময়দানে কালকের নবীন প্রজন্ম 
আজকের পোড় খাওয়া প্রবীণ। 
সেই প্রবীণের হাতের খেলার পুতুল তুমি 
মনে রেখো আজকের নবীন!!

কলি যুগে আন্দোলন আন্দোলনজীবীদের 
আয়ের ও ক্ষমতা দখলের উপকরণ! 
সাবধান তরুণ প্রজন্ম!! 
লতান স্বভাবে বৃক্ষ রূপ 
সর্ব্বশ্রেষ্ঠ আদর্শ কে জড়িয়ে ধরো
নইলে জেনো এদের হাতে নিশ্চিত মরণ।
( লেখা ১৩ই ফেব্রুয়ারি'২০২১)




















































No comments:

Post a Comment