মাঝে মাঝে ভাবি, যদি এমন হয় কখনও
তুমি আছো আমি নেই আর আমি আছি তুমি নেই!
ভেসে যাবো কোন সুদূরে কুল কিনারাহীন মহাসাগরে
হারিয়ে জীবনের খেই!!
চারিদিকে উড়ছে হাজারো ফানুস, মিথ্যের ফানুস
আকাশে বাতাসে উড়ছে, ওড়াচ্ছে মানুষ!
বাজছে চতুর্দিকে মিথ্যে মায়ায় ঘেরা মোহন বাঁশী,
আনন্দে উল্লাসে অট্টহাস্যে মাতাল হাওয়ায়
বাজাচ্ছে শয়তান মিষ্টি হাসি হাসি।
মানুষকে মানুষ ঠকাচ্ছে, করছে প্রতারণা
মানুষকে আমরা করছি অহর্নিশ বিভ্রান্ত।
ঈশ্বর অবিশ্বাসী, নাস্তিক করছে যা'
আমরা ঈশ্বর বিশ্বাসীরাও করছি তা'।
ঈশ্বর পূজা, আরাধনার নামে ভক্ত সেজে
ঈশ্বর বিরোধিতার বীজ ক'রে বপন
নিজেরাই নিজেদের করছি সর্বস্বান্ত!
হে ঈশ্বর পূজারী ভন্ড ভক্ত, সাজা সাধু, সন্ন্যাসী
মনে রেখো, হ'য়ো না বিস্মৃত
শেষের সেদিন কিন্তু ভয়ংকর ভয়াল বিনাশী!!!
( লেখা ২রা ফেব্রুয়ারী'২০২৪)
No comments:
Post a Comment