Powered By Blogger

Sunday, February 9, 2025

বিচিত্রা ৯৩

জানলাম অনেক, দেখলাম অনেক, বুঝলাম অনেক
কিন্তু করলাম না! সময় হারিয়ে গেলো, স্রোতে ভাসিয়ে নিলো,
তাই অন্ধকার ঘুচলো না!!

চলন ধরিতে দিয়ো গো আমারে, 
দিয়ো না, দিয়ো না ভুলায়ে;
জনম জনম সুখ দুঃখ দিয়ে 
বক্ষে ধরিব জড়ায়ে।

অতল ভূতল অজ্ঞতার ভার
বহিয়া বহিয়া ফিরি কত আর.....
তব চলনের ফুলে গেঁথে নেবো হার
দিয়ো না আমারে ফিরায়ে।।.
( লেখা ৯ই ফেব্রুয়ারী' ২০১৮ )

কি যে লিখি, কি যে বলি, ভাবি কি
আর করি কি কিছু বুঝি না!
মনের ঘরে ঢুকে নিয়ে গেল সব লুটে
কে সে? তাই জানি না!কি যে লিখি, কি যে বলি, 
ভাবি কিআর করি কি কিছু বুঝি না!
মনের ঘরে ঢুকে নিয়ে গেল সব লুটে
কে সে? তাই জানি না!
( লেখা ৯ই ফেব্রুয়ারী' ২০১৯ )



















































No comments:

Post a Comment