তথাপি যদি তোমার কোনও গুরু থাকে, কোনও আধ্যাত্মিক গুরু থাকে তাঁর ভরণপোষণের দায়িত্ব তুমি নিও, তোমার যা ক্ষমতা থাকে তা' থেকে যৎসামান্য হ'লেও তাঁকে কিছু দিও। কিন্তু সাবধান! তাই বলে সেই দানকে ইষ্টভৃতির সমতুল্য বা ইষ্টভৃতি মনে ক'রো না। ইষ্ট কেউ নয়। ইষ্ট একমাত্র প্রভু রামচন্দ্র থেকে প্রভু অনুকূলচন্দ্র। এছাড়া আর কেউ নয়। ইষ্টভৃতি একমাত্র শুধু জীবন্ত ইষ্ট অর্থাৎ জীবন্ত ঈশ্বরের জন্য করা যায়। ইষ্টভৃতি গ্রহণ মানে তোমার জন্মজন্মান্তরের পাপ গ্রহণ। যা' কোনও মানুষের পক্ষে সম্ভব নয়। জীবন্ত ইষ্ট বা ঈশ্বর তোমার জন্মজন্মান্তের পাপ গ্রহণ করছে তোমার ইষ্টভৃতির অছিলায়।
আর, ইষ্টভৃতি শুধু ইষ্টস্থানে পাঠিও; অর্থাৎ শ্রীশ্রীঠাকুর সৃষ্ট এক ও একমাত্র প্রতিষ্ঠান 'সৎসঙ্গ'-এ শ্রীশ্রীঠাকুর সৃষ্ট একমাত্র 'ফিলান্থ্রফি' অফিসে পাঠিও, অন্য কোনও স্থানে বা কোথাও কোনও ব্যক্তিগত বা সমষ্টিগত একাউন্টে পাঠিও না। সাবধান সৎসঙ্গী গুরুভাইবোনেরা।
No comments:
Post a Comment