Powered By Blogger

Friday, February 7, 2025

বিচিত্রা ৯২

আপনি কোন বাঙালি? 
হিন্দু ? মুসলিম? নাকি খ্রীষ্টান বাঙালি? 
ঘটি বাঙালি নাকি বাঙাল বাঙালি? 
বাঙালি সব হারিয়ে শুধুই কাঙালি!

বাঙালির মহানতা কিসে? 
বেইমানী আর অকৃতজ্ঞতার বিষে।

এমন কেউ কি আছেন প্রথিতযশা বাঙালি, 
যার সাথে কাঙালি বাঙালি করেনি ছেনালি?
বলতে পারেন?

যেদিকেই যাই শুধু দেখি তাই,
যাকে বলে মন্দ কাজের সায়! 
অবাক! বন্ধু অবাক!!
ভালো কাজের পৃষ্ঠপোষক নাই!!!

বাঙালি করে শালা খালি আংলি 
মুরোদ নেই রক্তে, জল মেশানো তাতে! 
পরনির্ভরশীল জাত, খায় মাছভাত; 
চায় থাকতে দুধেভাতে!!

ভালো কাজ করেছো কি মরেছো বন্ধু! 
ধরেছো সাপের ল্যাজ!
অবাক হ'য়ে দেখবে শালা
কপালে ঘাম বিন্দু বিন্দু
ঢোঁড়া সাপেরও কি ত্যাজ!!

অকারণ লেগে যায় শালা ফোন
দিনে রাতে যার তার সাথে।
অতি প্রগতিই দুর্গতি
আর লোকে ভাবে দুর্মতি! 
কি যে করি আসে না কিছু মাথে।

কে তুমি? যে স্বর্গ পৃথিবীকে
ভীত সন্ত্রস্ত ক'রে তুলছো?
শয়তান কিল্বিস?
জেনো হবেই তুমি ফিনিস
আজ নয়তো কাল।
মনে রেখো এসেছে মহাকাল
তোমারে বধিবে বলে,
আর, দু'দিনের তরে তুমি নিচ্ছো শ্বাস।
( লেখা ৭ই ফেব্রুয়ারী'২০২৪)




















No comments:

Post a Comment