মন তা চায় না জানতে, চায় না সে ডাক শুনতে।
তবুও কেন জানি মনে হয়, দ্রুত ছুটে আসে সে সময়
মনে জাগে বড় ভয় পারি না তা কেন জানি গুনতে!
যদি সত্যি আসে সে সময় মেনে নিতেই হবে তা
মনে জাগে ভয়, এছাড়া নেই পথ ভিন্ন!
খেদ আর আফসোস, রেখে যেতে পারলাম না
শেষে কোনও পদচিহ্ন!!
(লেখা ১লা ফেব্রুয়ারী' ২০১৯)
No comments:
Post a Comment