তবে দয়াল পাহাড়ের কাছে যায়।
তবুও পাহাড় চিনতে পারে না দয়ালকে;
কারণ সে পাহাড়, এই সূক্ষ্ম অহংকার তাঁরে খায়।
এই সূক্ষ্ম অহংকার সেদিন শেল হ'য়ে বিঁধে বুকে
যেদিন জীবন পরপারে যাবার ঘাটে এসে দাঁড়ায়।
দেখে সেই দয়াল এসে দাঁড়িয়েছে ঘাটে বটে
কিন্তু তাঁর হাত ধরার কালে পাহাড় দৃষ্টি হারায়।
( ৬ই ফেব্রুয়ারী' ২০২৪-২৫)
No comments:
Post a Comment