Powered By Blogger

Saturday, February 1, 2025

বিচিত্রা ৯০

ইষ্টপ্রেমের অছিলায় অনিষ্টের সাথে 
করেছো প্রেম, বেসেছো তুমি ভালো। 
তাই তো অন্যের ভালো কাজের মাঝে 
দেখতে পাও তুমি কালো!!

ইষ্টরথের দড়ি ধ'রে মারছো বন্ধু
তুমি হ্যাঁচকা টান!
সাবধান! বন্ধু সাবধান!!
নচেৎ হবেই হবে খানখান!!!

মাথার ওপর আছে্ন দয়াল 
আমার আচার্যদেব সাথে; 
আচার্যদেব বাবাইদাদা রেখেছেন তাঁর হাত 
অধমের এই হাতে! 
ভয় কি বন্ধু আর দুর্যোগের এই রাতে!!

ঠাকুর আমার ধ্যান, 
জেনো ঠাকুর আমার জ্ঞান, 
আমার ঠাকুর আছেন মাথে! 
আচার্যদেব বাবাইদাদা যার সহায়, 
আছে যার সায়!
ভয় কি আর তার থাকে?

সামাল! বন্ধু সামাল!
ইষ্টনিষ্ঠার তুফান ছুটিয়ে ইষ্টকাজে দিচ্ছ বাধা, 
করছো তুমি কামাল। 
শেষের দিনে থাকবে না কেউ পাশে,
বন্ধু, ধরবে না কেউ হাল!

ইষ্টও আছে আবার শয়তানও আছে; 
একই মাথায় দুটোই আছে! 
তাও কি আবার হয়? 
ভাঁওতা দিয়ে ভক্তির গাঁইতি মারো!
করছো নিজেই নিজের ক্ষয়!
( লেখা ১লা ফেব্রুয়ারী' ২০১৮)

সত্য অপ্রিয়। এটা প্রবাদ। জানতাম।
কিন্তু কাদের কাছে?
সত্যের পূজারীদের কাছে! জানলাম।
( লেখা ১লা ফেব্রুয়ারী' ২০২৪)





























































No comments:

Post a Comment