Powered By Blogger

Friday, October 25, 2024

শুভ বিজয়ার দাওয়াত।

প্রকৃত ঈশ্বর প্রেমী যে সে জীবন্ত ঈশ্বরের সন্ধানে তার জীবন কাটিয়ে দেয়।

প্রকৃত ঈশ্বর প্রেমী শ্রীশ্রীরাম, শ্যাম, বুদ্ধ, যীশু, রসুল, মহাপ্রভু, রামকৃষ্ণ ও অনুকূল প্রেমী।

যে ভক্ত জীবন্ত ঈশ্বরের একটা রূপের প্রেমী অন্য রূপের প্রেমী নয় সে ভন্ড, সরে যাও তার থেকে।

প্রতিটি জীবন্ত ঈশ্বরের প্রকৃত ভক্ত সৎসঙ্গী, প্রকৃত সৎসঙ্গী ।

পরম প্রেমিক জীবন্ত ঈশ্বরের যে প্রকৃত পূজারী, প্রকৃত ভক্ত সে প্রকৃত প্রেমিক, মানব প্রেমিক।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের 'সৎসঙ্গ' মহামিলনের প্ল্যাটফর্ম। প্রকৃত সৎসঙ্গী মহামিলনের প্রতীক।

অস্তিত্বের অস্তিত্ব পরম অস্তিত্বের সঙ্গী প্রকৃত সৎসঙ্গী আর তাই সে সমস্ত অস্তিত্বের সঙ্গী।

ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী কিন্তু জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করে না, সে অজ্ঞানী, মূর্খ, মিথ্যে ও ভন্ড। দূরে থাকো 
তার থেকে। 
( লেখা ১৪ই অক্টোবর'২৪)

No comments:

Post a Comment