জগত জুড়ে তুমিই ভয়াল!
হে দয়াল! হে দয়াল!
তুমি পরমপিতা, তুমিই পরমমাতা;
তুমিই তো পরমদয়াল।
হে দয়াল! হে দয়াল!
তুমি জগৎপিতা, তুমি বিশ্বপিতা;
তুমিই তো জীবের খেয়াল।
হে দয়াল! হে দয়াল!
তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা;
তুমিই তো বিনাশকাল।
হে দয়াল! হে দয়াল!
তুমি অন্তর্যামী, তুমি সর্ব্বজ্ঞস্বামী;
তুমিই তো সুর লয় তাল।
হে দয়াল! হে দয়াল!
তুমি মহাকাল, তুমি কালরাত্রী;
তুমিই তো সন্ধ্যাসকাল।
হে দয়াল! হে দয়াল!
তুমিই তো পরমদয়াল।
হে দয়াল! হে দয়াল!
তুমি জগৎপিতা, তুমি বিশ্বপিতা;
তুমিই তো জীবের খেয়াল।
হে দয়াল! হে দয়াল!
তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা;
তুমিই তো বিনাশকাল।
হে দয়াল! হে দয়াল!
তুমি অন্তর্যামী, তুমি সর্ব্বজ্ঞস্বামী;
তুমিই তো সুর লয় তাল।
হে দয়াল! হে দয়াল!
তুমি মহাকাল, তুমি কালরাত্রী;
তুমিই তো সন্ধ্যাসকাল।
হে দয়াল! হে দয়াল!
No comments:
Post a Comment