রাম ভেবে রাবণের অপেক্ষায় দিন নষ্ট ক'রো না।
জীবন ছোট, ভুল ক'রে রাবণকে আলিঙ্গন ক'রে ব'সো না।
আমি শবরী হ'তে রাজী।
রাখো বাজি, এক ডুবে হব আমি পার; আমি কাটবো সাঁতার।যদি সে হয় রাম অবতার!!!!!
তুমি না'হয় হ'য়ে রইলে শবরী ;
চেয়ে রইলে পথপানে অনন্তকাল সে আসবে ব'লে।
কিন্তু তুমি শবরী,
অন্তরে ও বাহিরে শবরী হয়ে যদি থাকো চিরকাল
তবে যেনো একদিন সে আসবে, আসবেই আসবে
যদি হয় সে রাম।
( লেখা ১৮ই অক্টোবর। ২০১৭)
No comments:
Post a Comment