Powered By Blogger

Friday, October 18, 2024

বিচিত্রা ৩১

হে আজকের শবরী!
রাম ভেবে রাবণের অপেক্ষায় দিন নষ্ট ক'রো না। 
জীবন ছোট, ভুল ক'রে রাবণকে আলিঙ্গন ক'রে ব'সো না।
আমি শবরী হ'তে রাজী।
রাখো বাজি, এক ডুবে হব আমি পার; আমি কাটবো সাঁতার।
যদি সে হয় রাম অবতার!!!!!
তুমি না'হয় হ'য়ে রইলে শবরী ;
চেয়ে রইলে পথপানে অনন্তকাল সে আসবে ব'লে।
কিন্তু তুমি শবরী, 
অন্তরে ও বাহিরে শবরী হয়ে যদি থাকো চিরকাল
তবে যেনো একদিন সে আসবে, আসবেই আসবে
যদি হয় সে রাম।
( লেখা ১৮ই অক্টোবর। ২০১৭)

No comments:

Post a Comment