যারা যখনই বদল আনবে ব'লে ডাক দেয়,
বলে, চলো পাল্টাই, হোক বদল,
বলে, বদলা নয় বদল আনি,
হোক প্রতিবাদ, হোক কলরব,
তারা সবাই দু'নম্বরী।
আর, তাদের ডাকে সাড়া দেয়
তথাকথিত ভালো ও মন্দয় মেশা দল আনাড়ির।
পৃথিবী তো কবেই বুঝে গেছে
বালখিল্য কপট আন্দোলনের স্বরূপ,
বোঝেনি ও বোঝে না যুগ যুগ ধ'রে
আবেগে ভাসমান শুধু সহজ সরল
ঘাড় ত্যাড়া বেকুব আবু সাঈদেরা।
তাদের বলদের মত মজবুত বেকুবী ঘাড়ে
পা রেখে চোখ টিপে বলে দু'নাম্বরী,
চলো সুযোগের সদব্যবহার করি।
পৃথিবী তো কবেই বুঝে গেছে
যারাই বদলের ডাক দেয়
হয় তারা দু'নম্বরী নতুবা
উত্তেজিত মস্তিষ্ক আর বৃথা আড়ম্বরযুক্ত চিন্তায়
উন্মত্ত অদূরদর্শী আধা জ্ঞানীর দল।
পৃথিবী যে বুঝে গেছে
এ কথা শুধু বোঝেনি অহংকারী
আত্মস্বার্থ-বাগানো কাপট্যবুদ্ধির দল।
আত্মস্বার্থ-বাগানো কাপট্যবুদ্ধির দল।
তাই তো পৃথিবী নিজেই ডাক দিয়েছে,
হোক মহাপ্রলয়, হোক আরও একবার দক্ষযজ্ঞ,
নেমে আসুক ঘোর অন্ধকার, হোক শ্মশান,
আসুক নেমে বরফ যুগ, ঠান্ডা হ'ক অগ্নিগর্ভ পৃথিবী,
তারপর হোক আমূল যুগ পরিবর্তন। প্রবি।
হোক মহাপ্রলয়, হোক আরও একবার দক্ষযজ্ঞ,
নেমে আসুক ঘোর অন্ধকার, হোক শ্মশান,
আসুক নেমে বরফ যুগ, ঠান্ডা হ'ক অগ্নিগর্ভ পৃথিবী,
তারপর হোক আমূল যুগ পরিবর্তন। প্রবি।
No comments:
Post a Comment