আমি দয়ালের মুখ চেয়ে, চলেছি আলোর পথে ধেয়ে
বলি, আয় ছুটে আয় বাপ, তোরা আমার সাথে থাক।
আমি সৎসঙ্গী দিবানিশি, দয়ালের সাথে আমি মিশি
দেবো দয়াল ধামে পাড়ি, ঐখানেতে আমার বাড়ি।
ঐখানেতে আমার বাড়ি।
যত ঝগড়াঝাটি ভুলে, মান অভিমান দূরে ফেলে
চল যাই, ছুটে চলে যাই, দয়াল প্রভুর ধামে যাই।
চল যাই, ছুটে চলে যাই, দয়াল প্রভুর ধামে যাই।
আমি দয়ালের গান গাই, আমার অন্য আর কিছুই নাই
দু'হাত বাড়িয়ে তাই, বলি আমার বুকে আয় ভাই।
যদি বিরোধীতাও থাকে, ভালো না লাগে আমাকে
তবুও তার বিপদে থাকি, প্রাণ ভরে পরমপিতাকে ডাকি
তাকে বন্ধু বলেই ভাবি।
বলি, আমার কথা বন্ধু মানো, দয়ালের ঐ ডাক শোনো
আমায় মানুষ ভিক্ষা দাও, আমায় মানুষ ভিক্ষা দাও।
আমায় মানুষ ভিক্ষা দাও, আমায় মানুষ ভিক্ষা দাও।
আমি দয়ালের কথা লিখছি, আমি দয়ালের কথা বলছি,
প্রভু দয়াল আমার জন্য, আমি তার প্রেমে যে বন্য।
আমি দয়ালের পথে চলছি, দয়ালের সুরে সুর তুলছি
আমি দয়ালের গান গাইছি, আমি দয়ালের কথা বলছি।
আমার জন্ম দয়ালের জন্য, আমি বাঁচি দয়ালের জন্য
আমার ধর্ম দয়ালের জন্য, আমার কর্ম দয়ালের জন্য।
আমার বাঁচা দয়ালের জন্য, আমার মরা দয়ালের জন্য
আমি নিঃশ্বাস নিই দয়ালের জন্য, আমি ছাড়ি দয়ালের জন্য
আমি দেখি সদাই দয়ালের মুখ, তা'তেই আমার সুখ।
আমি ঘুমায় দয়ালের জন্য, আমি জাগি দয়ালের জন্য
আমি কাঁদি দয়ালের জন্য, আমি হাসি আমার দয়ালের জন্য।
আমি দয়ালের মুখ চেয়ে, চলেছি আলোর পথে ধেয়ে
বলি, আয় ছুটে আয় বাপ, তোরা আমার সাথে থাক।
আমি সৎসঙ্গী দিবানিশি, দয়ালের সাথে আমি মিশি
দেবো দয়াল ধামে পাড়ি, ঐখানেতে আমার বাড়ি।
ঐখানেতে আমার বাড়ি।
আমি সবাইকে ভালোবাসি, আমি সবাইয়ের সাথে মিশি
বলি, যে যেখানেই থাক, যে মতে, যে কর্মেই থাক,
আমি সবাইয়ের সাথে থাকি, আমি সবাইকে দয়ালের কথা বলি।
আমি দয়ালের গান গাই, সবাইকে দয়ালের গান শোনায়।২
তোমরা সবাই দয়ালের কাছে এসো, দয়ালের চরণতলে ব'সো
দয়ালের বাড়ি তোমার বাড়ি, দয়ালের সাথে ক'রো না আড়ি।
বেটা, দয়াল তোর প্রকৃত পিতা, আমি তোর নকল পিতা
দয়াল আমার তোমার সবার পিতা, পিতার পিতা পরমপিতা। ২
No comments:
Post a Comment