জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর!!"
মানুষের মধ্যেই ঈশ্বর একথা ঠিক কিন্তু এতবার ঈশ্বর স্বয়ং মানুষ রূপে এলেন তাও আমরা মানবতাবাদীরা ঈশ্বরকে খুঁজে পেলাম না!!!!!!?
আসলে এগুলি সস্তা উদারতার ভঙ্গি নিয়ে বলা কথা। ওইসব মানবতাটতা কথা ভিত্তিহীন কথা, সস্তা সুড়সুড়ি মার্কা কথা। নিজেকে বড় ক'রে দেখাবার কৌশলী চাল। প্রকৃত মানবতার খোঁজ যে করবে সে মুখে মানবতার কচকচানি করবে না; খুঁজে যাবে নীরবে নিভৃতে আর সে তখন জীবন্ত ঈশ্বরকে খুঁজে পাবেই পাবে! এ একেবারে সত্য! সত্য!! সত্য!!! তিন সত্য! মানবতার যিনি জ্বলন্ত উদাহরণ তিনি হ'লেন এক ও একমাত্র জীবন্ত ঈশ্বর! তাঁর স্পর্শে, তাঁর সংস্পর্শে মানুষের অন্তরে মানবতা জেগে ওঠে আর তখনি ঐ উপরে উল্লেখিত বিবেকানন্দের বাণী উপলব্ধ হয়। আর যার তার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না! ঈশ্বর সবার মধ্যে আছেন, বুকের মাঝে আছেন এ কথা সত্য কিনা জানি না, জানার ইচ্ছেও নেই তবে একথা জানি, দৃঢ়ভাবে জানি ঈশ্বর স্বয়ং মানুষ রূপে মানুষের মাঝে মানুষের জন্য নেবে আসেন, বারেবারে আসেন!!!!!!!! আর ঐ জীবন্ত ঈশ্বরের চরণ আশ্রিত প্রাণ যখন তাঁর চলনকে আশ্রয় ক'রে জীবনে এগিয়ে চলে তখনি তার অর্থাৎ সেই চরণ ও চলন আশ্রিত প্রাণের বুকের মাঝে শুরু হয় মানবতার চাষ! মানবিক গুণগুলি তখন আত্মপ্রকাশ করে চলনে-বলনে জীবনের প্রতি পদক্ষেপে। তখন সে হ'য়ে ওঠে প্রকৃত মানবতাবাদী! নতুবা সবটাই কথার চুলকানি! যে ভয়ঙ্কর চুলকানি রোগে ভুগছে পৃথিবী!!!!!! আর এ চুলকানি সারার নয়।
( ২০শে অক্টোবর' ২০২০)
No comments:
Post a Comment