পুরুষ ডায়েরি কি বলছে?
শুধু নারী হলেই হয় না, নারীত্বটাও থাকা চাই।
ঘরে ঘরে প্রায়ই কি দেখা যায়? সেটা দেখতে হ'লে বা জানতে হ'লে নাকি দেখতে হবে সিনেমা, সিরিয়াল! বাস্তব নাকি উঠে আসছে সিনেমা, সিরিয়ালে! প্রোডিউসার ও পরিচালকরা কি বলছেন? বলছেন, একেবারে জীবনমুখী গানের মত বাস্তবমুখী সিনেমা, সিরিয়াল!
সারাদিনে ঘরে বাইরে জোয়াল টানতে টানতে ক্লান্ত পুরুষ সিনেমা, সিরিয়াল দেখতে ব'সে এই সমস্ত বাস্তবমুখী সিনেমা, সিরিয়ালে বাস্তবের প্রতিফলন দেখে বিধ্বস্ত। কোথায় যাবে পুরুষ? ঠাই নাই ঠাই নাই নাই নাই ঠাই নাই ছোটো সে আমার ঘর, আমারি আপনার জনের তরে হয়েছে সে আজ পর। সেই এক গল্প, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়।
আর নারী? সারাদিন সংসার, সংসার আর সংসার শেষে এসে বোকা বাক্সের সামনে বোকার মত বসে থাকা। এ ছাড়া উপায় কি? কজনই বা বই পড়ে, গান করে বা পুরুষের মত ক্লাব বা মোড়ের মাথার চায়ের দোকান বা রাস্তার ধারে দোকানের সামনের পরিসরে আড্ডা মারে, সময় কাটায় বা সেইভাবে সময় কাটাবার মত সময়, তারও চেয়ে বড় কথা পরিবেশ বা সংস্কৃতি আছে? ক'জনই বা ধর্ম্মসভা বা সৎসঙ্গে যায়? অগত্যা মধুসূদন সেই বোকা বাক্স। বোকা বাক্সের চ্যানেলে চ্যানেলে সিরিয়াল নয়তো সিনেমা। প্রতিটি চ্যানেলে প্রতিটি সিরিয়াল, সিনেমা কি দেখাচ্ছে? কি বলছে?
দেখাচ্ছে, সেই ঘরে ঘরে নারী পুরুষের উপর শাসন করছে, দাবিয়ে রাখছে, মানসিক অত্যাচার করছে, চাপ সৃষ্টি করছে, দুর্ব্যবহারে জীবন অতিষ্ঠ ক'রে তুলছে, পুরুষকে ক'রে তুলছে পরিবারের সকলের কাছে হাসির খোরাক। এমনই সব সিনেমা, সিরিয়াল।
এই পিটুলিগোলা খাওয়ানোর মত সিনেমা, সিরিয়ালের বিরুদ্ধে কোথাও কোনও নারী মুক্তি ও নারী আন্দোলনকারী নারীর বাদ নেই, প্রতিবাদ নেই; নেই কোনও বিরোধের সংবাদ, ঘরে বাইরে সব উন্মাদ।
আর সেই বিষ সিনেমা, সিরিয়াল গদ্গদ ক'রে গিলছে ঘরে ঘরে সেই নারীরাই আর নিজের অজান্তে নিজের সংসারে হ'য়ে উঠছে সেই সিনেমা, সিরিয়ালের নীল বিষে জর্জরিত নারীর মত জীবন্ত আনাড়ি এক নারী চরিত্র! সত্য নারী! এ যেন একরকম জোর ক'রে দুধ ব'লে পিটুলিগোলা খাইয়ে দেওয়া কিম্বা কখনও কখনও বা গলায় পা চাপা দিয়ে উচ্ছের পায়েস খাইয়ে দেওয়া। কি বিচিত্র এই সংসার! নারী, নিজের কাছে নিজে নারী থেকে হ'য়ে গেলে আনাড়ি! তবুও নেই কোনও হেলদোল।
সিনেমা, সিরিয়াল নারীকে কি বলছে?
বলছে, স্বামী ভুল করুক না করুক তাকে পরিবারের সবার সামনে অপমান করুন, তাকে পার্সোনালি বোঝাবেন না, শাসন করবেন না। সবসময় নিজের স্বামীকে অন্যের কাছে হাসির খোরাক ক'রে তুলুন কারণ এখানেই লুকিয়ে আছে আপনার নারীত্ব। ( লেখা ২৬শে অক্টোবর'২০১৭)
No comments:
Post a Comment