Powered By Blogger

Sunday, October 20, 2024

প্রবন্ধঃ তথাস্তু! তবে তাই-ই হ'ক!!

বাংলাদেশের সাম্প্রতিক হিন্দুধর্মের উপর আক্রমণের ঘটনায় আবার মানবতাবাদীরা ঘুম ভেঙ্গে জেগে উঠেছে, উঠছে! ঘুম ভেঙ্গে জেগে উঠেই কুম্ভকর্ণের মত নেবে পড়েছে টলতে টলতে মানবতাকে রক্ষা করতে; নেবে পড়েছে মানবতা লাঞ্ছিত, ধর্ষিত হওয়ার পর! এই কুম্ভকর্ণ রূপী তথাকথিত মানবতাবাদীদের ঘুম ভাঙাবার জন্য ঢাক ঢোল নানা বাদ্যযন্ত্রের মত সাম্প্রদায়িক নৃশংস ঘৃণ্য ঘটনা ঘটার দরকার হয়; নইলে এদের ঘুম ভাঙ্গে না। ঘটনা ঘটার আগে এদের জেগে থাকার প্রয়োজন পড়ে না! আর ঘটনা ঘটার পর জেগে উঠে এলোমেলো টলোমলো পায়ে আন্দাগুন্দা বালখিল্য হৈ হৈ করার পর আবার কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। মানবতাবাদীদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য ১৩ই অক্টোবর'২১ বাংলাদেশের কুমিল্লা সহ বিভিন্ন জেলায় দুর্গামন্ডপ সহ বিভিন্ন মন্দিরে হামলা, ভাঙচুর, ধর্ষণ ইত্যাদির মত ঘটনা ঘটার দরকার হয়। নইলে এদের অস্তিত্বই বিপন্ন হয়। মিডিয়াও এদের খুঁজে পায় না নিজেদের চ্যানেলকে সচল রাখার জন্য সান্ধ্যকালীন অনুষ্ঠানের নামে গোয়ালঘর বানাবার জন্য।
এই তথাকথিত মানবতাবাদীরা নিজেদের উৎকৃষ্ট জাতের মানুষ প্রজাতি মনে করে। এরা বুক ফুলিয়ে হাটে মাটে ঘাটে কাগজে কলমে নেটে জাহির করে যে এরা ধর্ম মানে না, মানে না এরা ঈশ্বর। এরা মানুষ, তাই এরা মানে একমাত্র মানুষ আর মানে মানবতা। প্রেম, ভালোবাসা এদের মূল মন্ত্র। অথচ এদের ঘরেই নানা উপাচারে বারো মাসে তের ধর্মীয় পার্বণ হয়! এদের ঘরের মায়েরা ছেলেমেয়েরা এমনকি নিজেরাও নানান আংটি, মাদুলী, তাবিজ, তুকতাক, ঝাড়ফুঁক, লাল সুতো, কালো সুতো নির্ভর জীবনের অধিকারী! এরা এমনই মানসিক শক্তিশালী!!

এইসমস্ত তথাকথিত মানবতাবাদীরা এমনই মানবতা প্রেমী যে এরা অন্য দেশে মানবতার হত্যা হ'লে এরা সঙ্গে সঙ্গে নিজের দেশে নিরাপত্তাহীনতার ধুয়ো তুলে 'আমরা নিরাপদ নই, নিরাপদ নই' ব'লে চিল চীৎকার ক'রে মায়া কান্না জুড়ে দেয়। এদের ভয় হয় এরা যে উদারতার ভঙ্গি নিয়ে মানবতার আলখাল্লা জড়িয়ে নিশ্চিন্তে ভাত ঘুম ঘুমায় সেই নিশ্চিন্ত ভাত ঘুম বুঝি বিঘ্ন হ'লো। আর তখনই এরা নিজের দেশে একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে অকারণে অন্য দেশের সাম্প্রদায়িক ঘটনার অছিলায় হৈ হৈ রৈ রৈ ক'রে বোমা ফাটাতে শুরু ক'রে দেয়।

এরা না হিন্দু, না মুসলমান, না খ্রিষ্টান, না বৌদ্ধ ইত্যাদি! এরা কোনও ধর্ম বা সম্প্রদায়ের মানুষ নয়! এরা মানুষ! এরা মানবতাবাদী!! মানবতা এদের ধর্ম!!! এরা হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ইত্যাদি সমস্ত ধর্ম বা সম্প্রদায়ের মানুষ মাত্রেই সবাইকে ভালোবাসে! করে প্রেম!
এরা এইসমস্ত লোক দেখানো মানবতাবাদীরা ঈশ্বর বিশ্বাস করে না, পুজো মানে না, প্রসাদ খায় না, ধর্মের নিয়ম মানে না। এরা এইসব ঈশ্বর ও ধর্ম সংক্রান্ত বিষয় কিছুই মানে না। এরা মানবতার পূজারী। মানবতা এদের ধর্ম। থুরি! পুজা ও পুজারী এবং ধর্ম শব্দেও এদের গাত্রদাহ হয়। তাই এরা পূজারী নয় এরা মানবতাবাদী! ধর্ম নয়, মানবতা এদের জীবন।

এরা গোড়া কেটে আগায় জল দেবার মত উদারতার ভঙ্গি নিয়ে থাকা আজব জীব! এরা ধর্মের নামে চারপাশে যেসব অধর্মীয় ক্রিয়াকলাপ চলছে, ঈশ্বরের নামে যেসব শয়তানি কার্যকলাপ চলছে, ধর্মের নামে যেসব ব্যবসা চলছে, ঈশ্বরের নামে ঈশ্বর সেজে বসার প্রতারণা চলছে, উদ্ভট ধর্মীয় ক্রিয়াকলাপের রবরবা চলছে, চলছে নোংরা ঘৃণ্য রাজনীতি। সেইসমস্ত কিছুর বিরুদ্ধে এরা লড়াইয়ের নামে একেবারে গোড়া কেটে আগায় জল ঢালার মত এরা ধর্ম ও ঈশ্বরের অস্তিত্বকেই উপড়ে ফেলতে চায়; যেমন ফেলতে চেয়েছিল কমিউনিস্টরা। আর ধর্ম ব্যবসায়ী ও ঈশ্বর সাজা ভন্ড ঈশ্বর তাদের কাজ চালিয়ে যায় মূলত এদের সহযোগীতায়।

এরা মাঠে ময়দানে, পথেঘাটে, স্কুল-কলেজ ও নানা প্রতিষ্ঠানে, কাগজে কলমে মিডিয়ায় বর্তমানে ফেসবুকে মানবতার পক্ষে দাঁড়িয়ে কাগুজে বাঘ সেজে বিপ্লব করা এমন সাচ্চা মানবতাবাদী ভড়ং করে যে মনে হয় এরা ঘরে বাইরে, আপনপর সকলের সঙ্গে মানবতাপূর্ণ মিষ্টি ভদ্র আচরণ করে! আর তাই এরা এক একজন আমাদের মত ঈশ্বর বিশ্বাসীদের কাছে জীবন্ত ঈশ্বর! মনে হয়, এরা কোনওদিন কোনও অন্যায় অন্যায্য আচরণ করেনি কারও সাথে! এরা সবাই এমন মাতৃভক্ত, পিতৃভক্ত যে স্বয়ং ঈশ্বর এদের মাতৃভক্তি, পিতৃভক্তি দেখে পায়ে মাথা নত ক'রে এদের পুজো করে! এরা এমন পরিবার প্রেমী মানুষ যে এদের পরিবারের লোকজনের কাছে এরা এক একজন জীবন্ত মহান আদর্শ! এদের সকলের ঘরে কোনও অমানবিক আচরণ হয় না! এরা সবাইকে ভালোবেসে জড়িয়ে ধ'রে এমন কান্না কাঁদে যে, প্রেমের বন্যায় ভাসিয়ে দেয় যে ভালোবাসার, প্রেমের ফ্লাড হ'য়ে যায়। এদের প্রত্যেকের ঘর এক একটা স্বর্গ! আর এদের পরিবারের সদস্যরা এদের স্বর্গোদ্যানে এক একজন দেবদেবী কিম্বা এক একটা ঈশ্বরের পূজার ফুল! এরা এমন ভালোমানুষ যে এরা কোনওদিনই কারও কোনও নিন্দা, কুৎসা, সমালোচনা করেনি, করেনি অপমান, অশ্রদ্ধা কাউকে! প্রাণে ব্যথা লাগে এমন রূঢ় কথা, আচরণ এরা কোনওদিন বাস্তবে তো দূরের কথা স্বপ্নেও কোনদিন কাউকে বলেনি, করেনি। কারণ পৃথিবী জুড়ে মানুষের দুঃখে কষ্টে ব্যাথায় এদের বুকের বরফ গলে একেবারে চোখের জল রূপে ঝর্ণা হ'য়ে ঝরে পড়ে! ঈশ্বর ব'লে যদি কিছু ধারণা ও অস্তিত্ব থাকে তাহ'লে এই মানবতাবাদীরাই একমাত্র জীবন্ত ঈশ্বর আর ধর্ম ব'লে যদি কিছু থেকে থাকে তাহ'লে এদের ক্রিয়াকলাপই এক ও একমাত্র ধর্ম! বাকী সব ধর্ম্ম, বলা ভালো ধর্ম্মমত বকোয়াস, ফালতু, অবৈজ্ঞানিক!
আর ঈশ্বরবিশ্বাসীদের কাছে জীবন্ত ঈশ্বর রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ ও সর্বশেষ জীবন্ত ঈশ্বর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র এদের কাছে, গোড়া কেটে আগায় জল দেওয়া এই মানবতাবাদীদের কাছে, অধর্মের নামে ধর্মের মূলে আঘাত করা তথাকথিত মানবতাবাদীদের কাছে ধর্ম্ম ব্যবসায়ী গন্ধা নালী কা কিড়া!!!!

এদের এইসব দেখেশুনে বলতে ইচ্ছে করে, তথাস্তু! তবে তাই-ই হ'ক!! ( লেখা ২০শে অক্টোবর' ২০২১)

No comments:

Post a Comment