গেছি অন্যের ভুল ধরতে!
ভুলের ঝুলে আষ্টেপৃষ্ঠে বন্দী আমি
ভুলের ঝুলে আষ্টেপৃষ্ঠে বন্দী আমি
গেছি দেশের ঝুল ঝাড়তে।
( লেখা ২২শে ডিসেম্বর'২০১৮)
দেশে সবাই নেমে পড়েছে
ঘোলা জলে মাছ ধরতে!
উচ্শৃঙ্খল যৌবন নাকি আশা ভরসা
আগামী দেশ গড়তে!!
( লেখা ২২শে ডিসেম্বর'২০১৯)
শ্রীশ্রীঠাকুর প্রায়ই বলতেন, আওড়াতেন গুনগুন ক'রে,
এইবার করিবো লীলা অতি চমৎকারআমিই বুঝিতে নারি অন্যে কি বা ছাড়!
এবারের লীলা সর্বোত্তম লীলা! পিতা-পুত্রের লীলা!
শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীবড়দা,
শ্রীশ্রীবড়দা ও শ্রীশ্রীদাদা,
শ্রীশ্রীদাদা ও শ্রীশ্রীবাবাইদাদা।
শ্রীশ্রীবাবাইদাদা ও শ্রীশ্রীঅবিনদাদা।
( লেখা ২২শে ডিসেম্বর'২০২১)
তুলসীপাতা আর বিছুটি পাতা্র তফাৎ তেমন।
( লেখা ২২শে ডিসেম্বর'২০২৪)

No comments:
Post a Comment