Powered By Blogger

Wednesday, December 17, 2025

বিচিত্রা" ২২২

বাংলার বুকে জ্বলছে আগুন 
একদিন দাবানলে পরিণত হবে তা'!
বাংলার বুদ্ধিজীবীরা চুপ কেন!?
আগামী ভয়ঙ্কর দিনের দায় নেবেন তো তাঁরা?
( লেখা ১৭ই ডিসেম্বর'২০১৯)

ধর্ম্মস্থানে বা ধর্ম্ম প্রতিষ্ঠানে তান্ডব সৃষ্টিকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে
কেন কোনও কঠিন, করা, নির্ম্মম দৃষ্টান্তমূলক শাস্তিদানের ব্যবস্থা
নেওয়া হয় না কেন? উত্তর কি?

উত্তরঃ ধর্ম্মকে রক্ষা করার জন্য, সভ্যতাকে, সম্প্রদায় নির্ব্বিশেষে মানুষের বেভে থাকা ও বেড়ে ওঠাকে নজায় রাখার জন্য কঠোর ক্ষমাহীন পদক্ষেপ নেওয়ার মত নিরাষী নির্ম্মম সৎ কোনও ধর্ম্মগুন্ডা প্রশাসক নেই। 
( লেখা ১৭ই ডিসেম্বর'২০২২)














No comments:

Post a Comment