Powered By Blogger

Thursday, December 18, 2025

প্রশ্নঃ পথ কোথায়? পথ কোথায়?

পথ কোথায়? পথ কোথায়?

রাজনীতি মুক্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বোপরি ছাত্র সমাজ কি সম্ভব? ছাত্ররা কি রাজনীতি মুক্ত শিক্ষাব্যবস্থা চায়? ছাত্রদের নিয়ে আবহমানকাল ধরে চলে আসা রাজনীতির নোংরা খেলা ছাত্র সমাজ কি সমর্থন করে? রাজনীতির গিলোটিনে ভবিষ্যৎ ছেদ হওয়া প্রতিবন্ধী ছাত্রদের দায়িত্ব কার? রাজনীতির ময়দানে জীবনের শুরুতেই ছাত্রাবস্থায় জীবন বলি হওয়া ছাত্র সমাজের উপলব্ধি কি? ছাত্র রাজনীতিতে জীবন বলি হওয়া ছাত্র সমাজের ছাত্র রাজনীতি সম্পর্কে অকপট অভিমত কি? রাজনীতির মাঠে ময়দানে, পথে ঘাটে স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েদের নামিয়ে আনা সম্পর্কে ছাত্রনেতারা কি মত পোষণ করেন? তাঁরা কি সমর্থন করেন রাজনীতিদ্বারা ধর্ষিত শৈশব বা কৈশোর জীবন? রাজনীতির নিশ্চিত করাল গ্রাস থেকে ছাত্র সমাজকে কে বাঁচাবে? ছাত্রজীবনকে, ছাত্র ভবিষ্যতকে রক্ষা করার কোনও ইচ্ছা ও দায়বদ্ধতা কি ছাত্রনেতা ও রাজনৈতিক নেতাদের আছে? অপরিণত ও অনভিজ্ঞ দূরদর্শিতাহীন ছাত্রছাত্রীদের ভোটের রাজনীতির বোড়ে হওয়ার হাত থেকে বাঁচাবে কে? পথ কোথায়? পথ কোথায়?
( লেখা ১৯শে ডিসেম্বর'২০১৪)।




No comments:

Post a Comment