হুম হুম নাহুম নাহুম
হুম হুম হুম নাহুম
হুম হুম হুম।
এমন যদি হত
আমি প্রভুর মত
সুরে সুরে জড়ায় সারাক্ষণ।
কাটাই প্রভুর ঘরে
দৃপ্ত সমস্বরে
গেয়ে উঠি ভালোবাসার গান।
চরণতলে শুয়ে চরণ ছুঁয়ে ছুঁয়ে
চরণতলে শুয়ে যাবো ছুঁয়ে ছুঁয়ে
তবু মন বসে না, মন যে যাযাবর।
হঠাৎ চেয়ে দেখি আমি সত্যের মুখোমুখি
প্রভু আমার সামনে দাঁড়িয়ে রয়।
প্রভুর চরণ তলে এসো পরাণ ভুলে
চলন পূজায় সব স্বপ্ন সত্যি হয়।
দয়াল যদি হ'তো আমার সাথী
চলন পূজায় ডুবে থাকি
সবার ভালো ভেবে ঘুরে ঘুরে
জীবন বাঁধি তোমার গানের সুরে।
চরণতলে শুয়ে যাবো চলন ছুঁয়ে ছুঁয়ে
তবুও মন বসে না মন যে যাযাবর।
( এমন যদি হ'তো আমি পাখির মত গানের সুরে। )
( এমন যদি হ'তো আমি পাখির মত গানের সুরে। )

No comments:
Post a Comment