Powered By Blogger

Thursday, March 19, 2015

শুধু মোড়কটা পাল্টে দাও..............



শুনতে শুনতে বোর হয়ে গেলে নতুন একজন আসবে নতুন রূপে একই কথা নতুন আঙ্গিকে শোনাতে ওতে বোর 'লে আরো একজন, তারও পরে আরও এক! এমনিভাবেই কেটে যাবে না-হয় জীবন!!! ক্ষতি কি? আর শুনতে ভালো না লাগলে কানে হাত দিয়ে থাকুন! কে মাথার দিব্যি দিয়েছে শুনতেই হবে? শুনলে শোনো আর না শুনলে ঘুমিয়ে পড় ঘুম না আসলে ঘুমের ট্যাবলেট খাও! ব্যস ঝামেলা মিটে গেল! আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা আর শুনে হবেটাই বা কি? ঘুরে ফিরে সেই তলোয়ারই তো শেষ কথা! এস ওয়াজেদ আলি তো অনেকদিন আগেই বলে গেছেন সত্য শেষ কথাটা, "সেই Tradition সমানে চলেছে" শুধু মোড়কটা পাল্টে দাও, উল্টে দাও, ব্যস!!!!!!!!!!!!!!!! চার অক্ষর লেখাপড়াজানাওয়ালা জনগণ ঢকঢক 'রে গিলে নেবে পুরোটাই, জল ছাড়াই! কথায় আছে Old is Gold!!!!!!!!!!!!! পুরোন জিনিসের ঝাঁঝ বেশী তীব্র বন্ধু তবে নতুন চকচকে ঝকঝকে মোড়কে আমদানি করতে হবে, নতুবা কাজে দেবে না বাতিল হয়ে যাবে


No comments:

Post a Comment