কমেন্ট করতে আর ইচ্ছে হয় না। তবুও অনিচ্ছাস্বত্বেও বলতে হয় কারা যে হাইকোর্টের বিচারকের আসনে বসে? তাই প্রথমেই বলতে হয় অপরাধীর বিচারের আগে বিচারপতি প্রদীপ নন্দরাজোগ ও মুক্তা গুপ্তার মানসিক চিকিৎসার প্রয়োজন। আর তারও আগে জানা প্রয়োজন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কারা দেশের শীর্ষ আদালতে বসার জন্য বিচারকের প্যানেল তৈরী ক'রে তার মধ্যে থেকে সবচেয়ে যোগ্য ও দক্ষ বিচারক select ক'রে বিচারক নিয়োগ করে? সেই প্রক্রিয়ার মধ্যে গলদকে খুঁজে বের করার প্রয়োজনের সাথে সাথে ঐ নিয়োগ কর্তাদেরও মানসিক চিকিৎসা সর্বাগ্রে প্রয়োজন। তানাহ'লে কথায় আছে, 'পড়েছো মোগলের হাতে, খানা খেতে হবে এক সাথে'! তা তোমার ভালো লাগুক আর না লাগুক। ভাঁড় মে যায় তোমার ভালো লাগালাগির!
মেনোপজ পেরিয়ে গেলে কোনও মহিলার সঙ্গে জোর করে যৌন সংসর্গ ধর্ষণের আওতায় পড়বে না। সম্প্রতি এমনটাই রায়...
No comments:
Post a Comment