বাবার বাড়ি এই গাঁয়ে,
শ্বশুর বাড়ি ঐ।
দু’ দুটো ‘বাড়ি’ তো নয়! ‘স্বর্গ’ নারী!
তুমি বিনা যারে শ্বশান কই!
শ্বশুর বাড়ি ঐ।
দু’ দুটো ‘বাড়ি’ তো নয়! ‘স্বর্গ’ নারী!
তুমি বিনা যারে শ্বশান কই!
সারা জীবন ঘর সাজালি
ঐ দুই বাড়িতে,
আপন করে নিলি সবে,
হৃদ মাঝারে সুর তুলিতে!
যেমন ফুলের সুবাস ছড়িয়ে
দখিনা বাতাস
মৃদুমন্দ বয়,
তেমনি ‘বাড়ি’ তো নয়
‘স্বপনপুরী’!
আলোর নাচন, হাসির কাঁপন
যেন সোনাঝুরি!
তুমি বিনা ‘শ্বশান নীরবতা’-য়
কাঁদে হৃদয়। বলে,
পরাণ কেমনে রয়?
বাবার ছায়া আর হ’য়ে মধুময় মায়া,
কাটাও শৈশব আর কৈশোর
কায়া।
যৌবনে জাগাও স্বামীর পরাণ,
সন্তানেরে কোলে ক’রে
করেছো মানুষ
হ’য়ে নিজে খানখান!
ছেলেরে করো আশীর্বাদ, দাও
বরাভয়,
শেষের দিনেও হ’য়ে
সাহারা!
নারী! জীবনভর সবার দিলে যে
তুমি পাহারা!!
সবারে বোঝালে তুমি, নারী তুমি
অভয়!
আর বোঝালে সার সত্য সবার
তুমি 'মই'!
নারী! তুমি বিনা ‘বাড়ি’
কারে কই?
তুমি বিনা একেলা কেমনে
রই?????
No comments:
Post a Comment