Powered By Blogger

Monday, March 23, 2015

কবিতাঃ ফিরে এসো না............




তুমি চলে গেলে নীরবে অশ্রু ভরা চোখে
এই বাংলা ছেড়ে রাতের আঁধারে
অন্য কোথাও অন্য কোনোখানে
যন্ত্রণাবিদ্ধ, অভিমান ভরা বুকে।
যেখানেই থাকো ভালো থেকো।
ভালো থেকো অন্যায়কে সহ্য রে
নীরবে নিভৃতে প্রভুর চরণতলে।
ভালো থেকো মাগো এই ভেবে
তোমার অধম সন্তানদের নীরবতা
বাংলার আকাশে জ্বেলে দিয়ে গেল
লজ্জাহীনতার চরম দীপশিখা
তোমার চরম লজ্জাকে ম্লান 'রে!
যাবার আগে দেখে গেলে সেই
দীপশিখার ম্লান অনুজ্জ্বল আলো!
যেমন নীরবে চলে গেলে প্রতিবাদহীন
গভীর একবুক ব্যথা সঙ্গে নিয়ে, তেমনি
অন্তত জীবনানন্দের মত স্বপ্ন নিয়ে
বেঁচে থেকো না, ভালো থেকো না
ফিরে আসার স্বপ্ন নিয়ে আবার নবরূপে
গভীর কঠিন অসুখে ভরা মরা মানুষের ভিড়ে
ক্ষয়কাশাক্রান্ত এই বাংলার বুকে
( ১৪ মার্চ রাতে কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে রানাঘাটের জেসাস অ্যান্ড মেরি কনভেন্টে গণধর্ষণের শিকার হন ৭২ বছরের এক সন্ন্যাসিনী লাঞ্ছিতা, অপমানিতা, ধর্ষিতা সন্ন্যাসিনী মায়ের চরণে সমর্পিত শ্রদ্ধা মিশ্রিত কয়েক পঙক্তি).

No comments:

Post a Comment