সত্য সেলুকাস! কি বিচিত্র এই দেশ! এই দেশের মানুষ! একজন অমানুষের কথারও মূল্য আছে মানুষের কাছে। মানুষের প্রচুর সময় আছে একজন ধর্ষকের কথা শোনার। অসীম ধৈর্য্যশক্তি আছে মানুষের একজন নরাধমের মুখ দিয়ে বেরোনো বিষ্ঠা নিয়ে আলোচনার ঝড় তুলে তাকে প্রচারের আলোয় নিয়ে এসে বিখ্যাত করে তোলার। একজন নরকের কিটের দুর্গন্ধ মলরুপী কথার প্রচারের জন্য সংবাদ মাধ্যমগুলির অসাধারণ সংবাদ পরিবেশন, মূল্যবান সময় ও পরিসর প্রদান নিঃসন্দেহে সংবাদ মাধ্যমের পরিপক্কতা প্রমাণ করে। প্রমাণ করে আজকের সংবাদ মাধ্যম কত সাবালক! একজন বিকৃত মানুষের বিকৃতি নিয়ে আলোচনার ঝড় তুলে দেয় যে সচেতন সমাজ, প্রতিক্রিয়া ব্যক্ত করে নারীপুরুষ নির্বিশেষে, সেই দৃশ্য দেখে আবার সন্দেহ অবশেষে না দানা বাঁধে মানুষের মনে আসলে কে বা কারা প্রকৃত মানসিক বিকৃত!? একজন জন্মগত বদ্ধ পাগল উন্মাদ নারী বিদ্ধেষী কামুক পিশাচের জেলে বসে পৈশাচিক উল্লাস পক্ষে বিপক্ষে তাতিয়ে দিয়েছে, মাতিয়ে দিয়েছে গোটা দেশের সচেতন সভ্য লেখাপড়াজানাওয়ালা মানুষকে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শাবাশ মুখেশ, শাবাশ!!!!!!!!!!!!!! একদিন তোমার এই নামের একজন শ্রদ্ধেয় মানুষ গোটা বিশ্বের গান পাগল মানুষকে তাঁর গলার যাদুতে মাতিয়ে দিয়েছিল, রেখেছিল মাতাল করে আর আজ তুমি তাঁর যোগ্য উত্তরসূরী! হ্যাঁ উত্তরসূরীই বটে তুমি মুখেশ! তুমিও মাতাল করে দিয়েছ তোমার কথার সুরা দিয়ে দেশবাসীকে। মুখেশ নামের মর্যাদা তুমি রেখেছো মানব শত্রু দানব!!!!
http://zeenews.india.com/bengali/nation/nirbhaya-gang-rape-convict-blames-victim-for-the-fatal-assault_125546.html
শাবাশ মুখেশ, শাবাশ!!!!!!!!!!!!!! একদিন তোমার এই নামের একজন শ্রদ্ধেয় মানুষ গোটা বিশ্বের গান পাগল মানুষকে তাঁর গলার যাদুতে মাতিয়ে দিয়েছিল, রেখেছিল মাতাল করে আর আজ তুমি তাঁর যোগ্য উত্তরসূরী! হ্যাঁ উত্তরসূরীই বটে তুমি মুখেশ! তুমিও মাতাল করে দিয়েছ তোমার কথার সুরা দিয়ে দেশবাসীকে। মুখেশ নামের মর্যাদা তুমি রেখেছো মানব শত্রু দানব!!!!
No comments:
Post a Comment