Powered By Blogger

Friday, March 13, 2015

নির্ভয়ার একবুক ঘৃণা!!!!!!!!!!!!



বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীদের প্রোজেক্টের বিষয়টি হল একজন ধর্ষকের চোখে নষ্ট মেয়ে একটি পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুরো প্রোজেক্টটি। - See more at: http://www.kalerkantho.com/online/world/2015/03/11/197339#sthash.CfEuqfIT.dpuf
বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীদের প্রোজেক্টের বিষয়টি হল একজন ধর্ষকের চোখে নষ্ট মেয়ে একটি পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুরো প্রোজেক্টটি। - See more at: http://www.kalerkantho.com/online/world/2015/03/11/197339#sthash.CfEuqfIT.dpuf






বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীরা একটি প্রোজেক্ট তৈরী করে।
প্রোজেক্টের বিষয়টি হল: একজন ধর্ষকের চোখে নষ্ট মেয়ে’।
একটি পোস্টারের মাধ্যমে তারা পুরো প্রোজেক্টটি তুলে ধরে
http://www.kalerkantho.com/online/world/2015/03/11/197339

বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীদের সম্পর্কে একটাই কথা বলা যেতে পারে তাদের এই প্রোজেক্ট নিঃসন্দেহে লেখাপড়াজানাওয়ালা মানুষদের পরিচয়ই বহন করে একজন নরপিশাচ, সমস্ত পুরুষ জাতের কলঙ্ক যে এইভাবে সমাজের লেখাপড়াজানাওয়ালা মানুষদের দ্বারা প্রচার পেতে পারে, গুরুত্ব পেতে পারে, সমাজের লেখাপড়াজানাওয়ালা মানুষদের কাছে তার কথারও যে আর্থিক মূল্য আছে, সাহিত্য মূল্য আছে, আছে সামাজিক গুরুত্ব বহুবারের মত আরও একবার প্রমাণ ' এই তথাকথিত সভ্য শিক্ষিত সমাজ ব্যবস্থায়! এই সমস্ত লেখাপড়াজানাওয়ালা মানুষেরা যে ধরণের সমাজ ব্যবস্থার কথা বলে তা' প্রকারান্তরে ঘুরিয়ে রাম রাজ্যের কথাই বলতে চায় এরা মুখে স্বীকার করতে লজ্জা পায়, আঁতে লাগে কিন্তু ঘুরিয়ে যে ব্যবস্থার কথা বলতে চায় তা' ইউটোপিয়া কিম্বা (এদের মতে) কাল্পনিক রাম রাজত্ব ছাড়া আর কিছুই নয় প্রতিদিন চ্যানেলে চ্যানেলে এরা যে প্রশাসনিক ব্যবস্থার কথা বলতে চায় সেখানে সরাসরি না বললেও রামের রাজত্বের প্রশাসনিক ব্যবস্থা তার চেয়েও আরও স্বাধীনতা এবং রামের মত একজন প্রশাসকের কথাই এদের মুখে ঘুরে ফিরে আসে আজকের কতিপয় প্রগতিশীল নারী নিজেদের আঙ্গিকে গোটা নারী সমাজকে দেখে, বিচার, বিশ্লেষন ব্যাখ্যা করে কে নষ্ট মেয়ে, কে ভালো মেয়ে তার বিচার কোন বরাহনন্দন করবে? তার ঠিকা নিয়েছে একজন চার অক্ষরের নরকের কীট নরপিশাচ? আর সেই ঠিকা- খবর চতুর্পাশ্বে বাদ প্রতিবাদের মাধ্যমে আবার আর এক 'হোক কলরব'-এর পর্যায়ে নিয়ে যেতে চাইছে 'উত্তেজিত মস্তিষ্ক আর বৃথা আড়ম্বর যুক্ত কল্পনা' অধিকারী একদল প্রগতিশীল মানুষ! দিকে দিকে যত দুর্গতি তার ফণা বিস্তার করছে তার বেশীর ভাগই 'অতি প্রগতি দুর্গতি'- কারণে আমাদের মাথায় রাখতে হবে রসিকতা যেন কাউকে তার অন্যায় কাজের সমর্থনে উৎসাহিত 'রে না তোলে বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজির একদল ছাত্র-ছাত্রীর কলেজ প্রোজেক্টের বিষয়টি বলতে দ্বিধা নেই অত্যন্ত নিকৃষ্ট মানের এতে নারীর ইজ্জৎ তো বাড়েই না, রক্ষা হয়ই না উপরন্তু খুঁচিয়ে নারীকে আরও উলঙ্গ করা ' আর এই নিজেকে নিজে উলঙ্গ করার সাথী সাক্ষী 'য়ে রইলো বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজির ছাত্রীরা স্বয়ং! এই ' অতি প্রগতির নিদর্শন! আর এই প্রগতির ধ্বজাধারী ' লেখাপড়াজানাওয়ালা মানুষ! নারীদের ইজ্জৎ, সম্মান রক্ষায় পুরুষ জাতের সঙ্গে একদল প্রগতিশীল নারীর অতি মাত্রায় কচলাকচলি প্রমাণ করে আদপেই তারা চান না নারী জাতির ইজ্জৎ, সম্মান, আব্রু রক্ষা ' মাথা উঁচু 'রে সসম্মানে সমাজের বুকে নারী সত্তাকে আপন মহিমায় প্রতিষ্ঠা করুক কোথায় যেন সব কিছুতেই সমস্যা সমাধানের নামে হৈ হৈ করার প্রবণতা! অকারণে নারী পুরুষের বৈষম্য নিয়ে চিৎকার নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ আপন আপন বৈশিষ্ট্যে মহান নিয়ে শিক্ষিত মানুষের মনে কোনও প্রশ্ন নেই এটা understood, নারীর স্বাধীনতায় মুখর প্রতিবাদীদের, আন্দোলনকারীদের মনে রাখতে হবে স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়. প্রসঙ্গে The greatest phenomenon of the world Sri Sri Thakur Anukul Chandra-এর সময়োপযোগী বাণী স্মরণীয়ঃ
"অবাধ ভালো করতে পারাই স্বাধীনতা কয়,
উচ্ছৃঙ্খলের প্রশ্রয় পাওয়া স্বরাজ কিন্তু নয়"

যাইহোক
বিষয়ে যেটা বলা যেতে পারে বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রী এবং দেশের ছাত্রছাত্রী সমাজ যেটা করতে পারে বা আরও স্পষ্ট করে বললে বলা যেতে পারে করা উচিৎ ছিল তা' ' দিল্লি ধর্ষণ কাণ্ডের ওপর বিবিসির তথ্যচিত্র India's Daughter -এর বিরুদ্ধে তীব্র জনমত গঠন এই চলচিত্রকে ঘিরে এবং নারী জাতিকে অবমাননা করার জন্য যে বা যারা যারা জড়িত এবং যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে unprecedented ব্যবস্থা গ্রহণ। সাম্প্রতিক নাগাল্যান্ডের জেলে বন্দী ধর্ষকের বিরুদ্ধে প্রশাসনকে স্থবির করে দিয়ে জনবিদ্রোহ যদিও কাম্য নয় কিন্তু অনেক কিছুর ইংগিত বহন করে। জনরোষ যখন আছড়ে পড়েছিল জেলে বন্দী ধর্ষকের ওপর, পুলিশ প্রশাসনকে সম্পুর্ণ অচল করে বিক্ষুব্ধ প্রায় উন্মাদ জনজোয়ার জেল ভেঙ্গে বের করে নিয়ে আসছিল যখন নরাধমকে প্রকাশ্য রাজপথে তখন ধর্ষকের চোখেমুখে ফুটে উঠেছিল এক নিষ্ঠুর, নির্ম্মম, যন্ত্রণাদায়ক, ভয়ংকর মৃত্যুভয়!!!!! নির্ভয়ার অতৃপ্ত আত্মা কি মৃত্যুভয়টাই দেখতে চায় নরপিশাচ মুখেশ সিং-এর চোখেমুখে? এর পরিবর্তে যে বা যারা মুখেশ সিং-এর চোখমুখ থেকে গা হিমকরা মৃত্যুভয় সরিয়ে তাকে সীমাহীন নির্লজ্জ নারী শরীর নিয়ে পরিহাস সঙ্গে অর্থ রোজগার করার সুযোগ দিল তাদের সম্পর্কে, এই সমাজ সম্পর্কে, এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অতৃপ্ত আত্মা তার আগুন ঝরা চোখে উগলে দিচ্ছে অসহ্য যন্ত্রণা যুক্ত একবুক ঘৃণা


No comments:

Post a Comment