Powered By Blogger

Friday, March 13, 2015

পার্থের লক্ষ্যভেদ!!!!!!!!!








১৪ই মার্চ নন্দীগ্রাম দিবস। ঐ দিন নন্দীগ্রামে সভা করবেন পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও অন্যান্য দলীয় নেতৃত্ব। নন্দীগ্রামের জমি আন্দোলন তৃণমূল কংগ্রেসের মূল ভিত। সম্প্রতি দলের সমস্ত গুরুত্বপুর্ণ পদ থেকে অপসারিত ও দল থেকে প্রায় ব্রাত্য মুকুল রায় ঐ দিন নন্দীগ্রাম যাবেন। মুকুল রায়ের এ হেন সিদ্ধান্তে দল অস্বস্তিতে। এর প্রতিক্রিয়ায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'যখন ঘটনা ঘটেছে তখন কেউ যায়নি। এখন অনেকে যাচ্ছে। বটগাছের ঝুরি থেকে মূলের শক্তি অনেক বেশী। মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলে কাউকে খুঁজে পাওয়া যাবে না।'
স্বাভাবিকভাবেই ভোটারদের মনে প্রশ্ন জাগেঃ
·      
মুকুল রায় কি দলের সদস্য নন
?
·       মুকুল রায় নন্দীগ্রাম গেলে দলের কি ক্ষতি?
·       নন্দীগ্রাম আন্দোলনে মুকুল রায়ের যদি কোনও contribution না থেকে থাকে তাহ'লে তাঁর যাওয়া নিয়ে দলের অস্বস্তি কেন?
·       যে কিছু করেনি, দলের কাছে বা সাধারণ সদস্য, সমর্থক বা ভোটারদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কোথায়?
·       প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়ায় সরব হওয়া অপরিণত মস্তিষ্কের পরিচয় নয় কি?
·       রাজনৈতিক অপরিপক্ক কে? মুকুল রায় না-কি পার্থ চট্টোপাধ্যায়?
·       'কেউ অপরিহার্য নয়' কর্পোরেট দুনিয়ার এই অবৈজ্ঞানিক সর্ব্বনাশা হিংসার তত্ত্ব-এর পতাকা যোগ্য হাতেই কি সমর্পিত?
·       আমি শক্তিমান ব'লে অন্যকে দুর্বল ভাবতে হয়?
·       'দশের লাঠি একের বোঝা' তত্ত্ব আজ মিথ্যে, মূল্যহীন?
·       নিজের শক্তি জাহির কি অহংকারের বিষয় নয়?
·       মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরিয়ে নিলে বক্তাকেও খুঁজে পাওয়া যাবে কি?
·       যদি না পাওয়া যায় কেন খুঁজে পাওয়া যাবে না?
·       দলের জন্য পার্থবাবুর কি কোনও contribution নেই?
·       পার্থবাবু কি উড়ে এসে জুড়ে বসেছেন?
·       পার্থবাবু কি দলের জন্য তাঁর ঘাম ঝরাননি?
·       দলে একজন বাদে সবাই দাস, ক্রীতদাস?
·       কার দাস, ক্রীতদাস?
·       এত ভালবাসায় নেত্রীর ক্ষতি হচ্ছে না-তো?
·       বটগাছের যদি ঝুরি নামে সে তো বটগাছেরই ঝুরি, শেওড়াগাছের কি ঝুরি হয়?
·       ঝুরি তো একদিন মূলে পরিণত হয় আর যখন হয় তখন সব একাকার হয়ে যায় না-কি?
·       এটাই তো মূলের সার্থকতা ও সফলতা। নয়-কি?
·       এখানেই তো রবীন্দ্রনাথের গানের প্রতিষ্ঠা, 'আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে?'
·     
শর্তটা কি ভুল? অযৌক্তিক?

No comments:

Post a Comment