যদি হয় শরীর বরফ শীতল
গভীরে ভয়ংকর আগ্নেয়গিরির উষ্ণতা?
আকাশ জুড়ে যেমন কৃষ্ণ মেঘ
আড়ালে হাসে রুদ্রদেবের তীব্রতা!
অহংকার তার উষ্ণতার আঁচল ছেড়ে
জড়ায়ে শীতলতায় দেয় সঁপে তনু মন
নম্রতার পায়!
যদি হয় তাই?
এ কোন অহংকার!?
যে অহংকার উষ্ণ হয় রুদ্র রোষে
বিনয় সমন্বিত দৃঢ়তায়!
রক্ত পলাশ যুগল আঁখি
‘ঐ’ অহংকারের বৃষ্টি মাখি
জুড়ায় অশান্ত ক্লান্ত পরাণ
মিষ্টি, মধুর দৃষ্টির শীতলতায়!
এ কোন অহংকার!?
মেদহীন শরীরে দেখা দেয় বারবার!?
পাতলা অহংকারের চাদর
ঢেকে দেয় জীবন ঈশ্বর প্রেমীর!
ঈশ্বর পুত্র সে, শক্তির তনয়!
যা’
ঐ অহংকারের একমাত্র বিষয়।
No comments:
Post a Comment