একটা গভীর অন্ধকার ঢেকে দিয়েছে বাংলার গোটা আকাশ।
ভয়ার্ত চোখ চেয়ে আছে ঐ তমসার গভীরে ফেলে দীর্ঘশ্বাস!
এ অন্ধকার বুঝি আর কাটবার নয়!
জংলী সভ্যতা হানা দিয়েছে দুয়ারে
বাংলার ঘরে ঘরে, ভয় হয়
ডাইনোসরের মত ইতিহাস হবে ব’লে
মানব সভ্যতা যাত্রা করে মৃত্যুপুরী!
বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা
নির্মম, নিষ্ঠুর পায়ে দলে!!
ভয়ার্ত ঐ দুই চোখ পথ খোঁজে!
পথ কোথায়? পথ কোথায়?
( ১৪ মার্চ রাতে কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে রানাঘাটের জেসাস অ্যান্ড মেরি কনভেন্টে গণধর্ষণের শিকার হন ৭২ বছরের এক সন্ন্যাসিনী। লাঞ্ছিতা, অপমানিতা, ধর্ষিতা সন্ন্যাসিনী মায়ের চরণে সমর্পিত শ্রদ্ধা মিশ্রিত কয়েক পঙক্তি).
ভয়ার্ত চোখ চেয়ে আছে ঐ তমসার গভীরে ফেলে দীর্ঘশ্বাস!
এ অন্ধকার বুঝি আর কাটবার নয়!
জংলী সভ্যতা হানা দিয়েছে দুয়ারে
বাংলার ঘরে ঘরে, ভয় হয়
ডাইনোসরের মত ইতিহাস হবে ব’লে
মানব সভ্যতা যাত্রা করে মৃত্যুপুরী!
বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা
নির্মম, নিষ্ঠুর পায়ে দলে!!
ভয়ার্ত ঐ দুই চোখ পথ খোঁজে!
পথ কোথায়? পথ কোথায়?
( ১৪ মার্চ রাতে কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে রানাঘাটের জেসাস অ্যান্ড মেরি কনভেন্টে গণধর্ষণের শিকার হন ৭২ বছরের এক সন্ন্যাসিনী। লাঞ্ছিতা, অপমানিতা, ধর্ষিতা সন্ন্যাসিনী মায়ের চরণে সমর্পিত শ্রদ্ধা মিশ্রিত কয়েক পঙক্তি).
No comments:
Post a Comment