Powered By Blogger

Thursday, March 19, 2015

কবিতাঃ আয় ঘুম! ঘুম আয়!!!!!!

আমাকে আমার মত ঘুমোতে দাও
আমি গভীর ঘুমে নিজেকে ডুবিয়ে দিয়েছি
যেটা দেখছি না, শুনছি না সেটা না দেখা, না শোনাই থাক
দেখলে আর শুনলেই যত বিপত্তি তখন
কুম্ভকর্ণকে করেছি সাথী, আমাকে ঘুমোতে দাও
ওগো আমার রাজ্যবাসী! বলি শোনো......
'
আয় ঘুম! ঘুম আয়!'! 'লে
তোমরাও নিজেকে নিজের মত ঘুম পাড়িয়ে নাও!

No comments:

Post a Comment