Powered By Blogger

Friday, March 13, 2015

Violent blow!!!!!!!!!!!!!!!!!!!!!!!




মানুষের
স্বভাব, চরিত্র তার বায়োলজিক্যাল মেক আপ-এর উপরে নির্ভর করে পরিবেশের রকমফের মানুষের সেই জন্মগত attributes-গুলির উপরে প্রভাব বিস্তার করে ধর্ষণ সম্পর্কিত বিষয়ে মন্তব্যে মুকেশ সিং-এর জন্মগত বিকৃত মানসিকতা প্রকাশ পায় আবার নারীদের চলন সম্পর্কে এই পাষণ্ডের নীতিজ্ঞান প্রমাণ করে সে বায়োলজিক্যালি- ব্যাধিগ্রস্ত তাই এদের ক্ষেত্রে কোন শাস্তিই এদের দমিয়ে রাখতে পারে না মৃত্যুদন্ডকে এরা পরোয়া করে না , ভয় পায় না মৃত্যুদণ্ডকে এরা কোনও যন্তণাই মনে করে না মৃত্যুভয় বলে এদের কিছু নে এদের জন্য আমৃত্যু বন্দী অবস্থায় সেই মেরু প্রদেশে স্লেজ গাড়ি টানার কুকুরদের জন্য যে শিক্ষণ ব্যবস্থা প্রচলিত আছে সেই ব্যবস্থা বা পদ্ধতি প্রয়োগ প্রয়োজন

মেরুঅঞ্চলে
বসবাসকারী যে দুর্ধর্ষ প্রকৃতিসম্পন্ন, প্রচন্ড শক্তিশালী, ভয়ংকর হিংস্র, অবাধ্য একগুঁয়ে কুকুরদের স্লেজ গাড়ী টানার জন্য ব্যবহার করা হয় সেই কুকুরদের বাগে আনার জন্য, trained করার জন্য মুষলের ব্যবহার করা হয়। এই সমস্ত ভয়ংকর দুর্দমনীয় কুকুরগুলির বৈশিষ্ট্যই ' এরা স্বাধীনচেতা সম্পন্ন হিংস্র জানোয়ার। এরা কখনো মানুষের বাগে আসে না। বাগে আসাটা এদের প্রকৃতি বিরুদ্ধ। এই সমস্ত, কারও অধীনে থাকার যে সংবিধান সেই সংবিধান বহির্ভূত অসীম ক্ষমতার অধিকারী অপরাজেয় কুকুরগুলিকে বাগে আনার জন্য, নিয়ন্ত্রনে রাখার জন্য, বরফ ঢাকা মেরু অঞ্চলে স্লেজ গাড়ি টানার জন্য অবাধ্য এই কুকুরগুলিকে বাধ্য 'রে তুলে গাড়ি টানার কাজে উপযুক্ত করে গড়ে তোলার জন্য Trainer ভয়ংকর দর্শন এক 'মুষল' ব্যবহার করে। Trainer-এর হাতের এই মুষল training-এর সময় অনবরত নেবে আসে হিংস্র অবাধ্য কুকুরগুলির মুখের উপর। তখন আরও ক্ষিপ্ত 'য়ে ওঠে কুকুরগুলি। কিন্তু Non stop ভয়ংকর তীব্র যন্ত্রণাদায়ক মুষলাঘাত হিংস্র কুকুরগুলিকে বাধ্য করে দমে থাকতে এবং স্লেজ গাড়ি টানার জন্য যুক্ত হতে। যখনই অবাধ্যতা ফুটে ওঠে কুকুরের ব্যবহারে, চরিত্রে তখনই নেবে আসে একটা violent blow, একটা sudden sledge-hammer blow অর্থাৎ একটা আকষ্মিক প্রচন্ড আঘাত দুর্দমনীয় অবাধ্য কুকুরকে হতভম্ব 'রে বাধ্য করে নত হতে। এইভাবে প্রতিনিয়ত আঘাতে আঘাতে violent attack-এর স্বপ্ন দেখতে অভ্যস্ত 'য়ে পড়ে কুকুর আর সেইভাবে সদা সর্বদা জাগ্রত থাকে Trainer-এর নির্দেশ পালনের জন্য

ঠিক
তেমনি নির্ভয়ার মৃত্যুর জন্য দায়ী মুকেশ সিং-এর মত অপরাধীর ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু সংশোধনাগারে এই 'মুষল' Treatment- একমাত্র ওষুধ, যদি অবশ্য এই ওষুধ সত্য সত্যই প্রয়োগ হয় সংশোধনাগারে। আর প্রয়োগের পরেও যদি নত না হয় তো 'মৃত্যুদন্ড' ভেবে দেখা যেতে পারে

http://www.kalerkantho.com/online/world/2015/03/02/194085

No comments:

Post a Comment