Powered By Blogger

Saturday, April 5, 2025

বিচিত্রা ১১৮

শিষ্টেরা গড়ে দুষ্টেরা ভাঙে;
শিষ্টেরা করে ভালো আর দুষ্টেরা ভোগ করে।
হে প্রভু! তুমি ছাড়া কি উপায়!!
(লেখা ৫ই এপ্রিল' ২০১৮)

আমি কি প্রকৃতির আর তুমি কি প্রকৃতির
সেটা আমারটা আমি জানি
আর তোমারটা জানো তুমি;
কিন্তু উভয়েরটা জানেন ঈশ্বর।
তাই শেষ বিচার ঈশ্বরেরই হাতে।

নিজেকে বুদ্ধিমান মানুষ ভাবা সবচেয়ে বড় মূর্খামি।
আর আমি চালাক বাকিরা সব নালায়েক
এই ভাবনা হারামি।।
( লেখা ৫ই এপ্রিল' ২০২১)

অনুভূতিহীন মানুষের সঙ্গে সময় কাটানো
আর মৃতদেহের সঙ্গে থাকা একই।

Spending time with unfeeling people is the same
as being with dead bodies.
( লেখা ৫ই এপ্রিল' ২০২৪)






































No comments:

Post a Comment